রাজনীতি
বুধবার রংপুরে হরতাল
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
(১ সপ্তাহ আগে) ২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন
বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল এবং রংপুর বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে ১০ বছরের কারাদণ্ড দেয়ার প্রতিবাদে আগামীকাল বুধবার মহানগর এলাকায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে রংপুর মহানগর বিএনপি। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু।
তিনি জানান, সারাদেশের মানুষ যখন আন্দোলনমূখী, তখন এ সরকার বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করে ফরমায়েশি রায় ঘোষণা করছে। রংপুর মহানগর ও জেলায় গণগ্রেপ্তার শুরু করা হয়েছে। আমরা ষড়যন্ত্রমূলক এ কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের এমন ন্যাক্কারজনক ভূমিকা ও সাজার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।
গত সোমবার নাশকতা মামলায় রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাড. মাহফুজ-উন-নবী ডন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, জেলা যুবদলের সহ-সভাপতি তারেক হাসান সোহাগ ও যুবদল কর্মী আরিফ হোসেনসহ পাঁচ জনকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়।
মন্তব্য করুন
রাজনীতি থেকে আরও পড়ুন
রাজনীতি সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]