খেলা
সেরাটা জমিয়ে রেখেছিল অস্ট্রেলিয়া, তবুও গর্বিত রোহিত
স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০২৩, সোমবার
টানা দুই হার দিয়ে শুরু করা অস্ট্রেলিয়া সেমিফাইনাল ও ফাইনালসহ টানা ৯ ম্যাচ জিতে চলতি আসরের শিরোপা উৎসব করলো। আর টানা ১০ জয় পাওয়া ভারত ফাইনালে এসে দেখলো প্রথম হার। গতকাল ভারতের আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ফাইনালের জন্য সেরাটা জমিয়ে রেখেছিল অস্ট্রেলিয়া। আর পুরো আসর দুর্দান্ত খেলেও তীরে এসে তরী ডোবা ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন, তিনি দল নিয়ে গর্বিত। প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া অধিনায়ক) ‘আমার মনে হয় আমরা শেষের জন্য সেরাটা জমিয়ে রেখেছিলাম। আজ (গতকাল) আমরা ভেবেছিলাম রান তাড়া সহজ হবে। আমি যতটা ভেবেছিলাম তার চেয়েও বেশি ধীরগতির ছিল উইকেট। আমরা স্পিন করানোর চেয়ে নিয়ন্ত্রিত লাইন লেন্থে বোলিং করেছি। স্লো উইকেট, অসমান বাউন্সের উইকেটের লেগ সাইডে ক্যাচ নেওয়ার জন্য একাধিক খেলোয়াড় ছিল আমাদের। (রান তাড়ায় দ্রুত ৩ উইকেট হারানোর পর) আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু হেড খেলাটাকে টেনে নিয়ে গেছে।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]