ঢাকা, ২২ মার্চ ২০২৫, শনিবার, ৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২১ রমজান ১৪৪৬ হিঃ

খেলা

সেরাটা জমিয়ে রেখেছিল অস্ট্রেলিয়া, তবুও গর্বিত রোহিত

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০২৩, সোমবারmzamin

টানা দুই হার দিয়ে শুরু করা অস্ট্রেলিয়া সেমিফাইনাল ও ফাইনালসহ টানা ৯ ম্যাচ জিতে চলতি আসরের শিরোপা উৎসব করলো। আর টানা ১০ জয় পাওয়া ভারত ফাইনালে এসে দেখলো প্রথম হার। গতকাল ভারতের আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ফাইনালের জন্য সেরাটা জমিয়ে রেখেছিল অস্ট্রেলিয়া। আর পুরো আসর দুর্দান্ত খেলেও তীরে এসে তরী ডোবা ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন, তিনি দল নিয়ে গর্বিত।  প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া অধিনায়ক)  ‘আমার মনে হয় আমরা শেষের জন্য সেরাটা জমিয়ে রেখেছিলাম। আজ (গতকাল) আমরা ভেবেছিলাম রান তাড়া সহজ হবে। আমি যতটা ভেবেছিলাম তার চেয়েও বেশি ধীরগতির ছিল উইকেট। আমরা স্পিন করানোর চেয়ে নিয়ন্ত্রিত লাইন লেন্থে বোলিং করেছি। স্লো উইকেট, অসমান বাউন্সের উইকেটের লেগ সাইডে ক্যাচ নেওয়ার জন্য একাধিক খেলোয়াড় ছিল আমাদের। (রান তাড়ায় দ্রুত ৩ উইকেট হারানোর পর) আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু হেড খেলাটাকে টেনে নিয়ে গেছে। আমরা এই বছরটা লম্বা সময় ধরে মনে রাখবো।’  রোহিত শর্মা (ভারত অধিনায়ক) ‘ফল পক্ষে আসেনি,  জানি আজকে আমাদের পারফর্মেন্স যথেষ্ট ছিল না। কিন্তু দলকে নিয়ে আমি গর্বিত। আরও ২০-৩০ রান হলে ভালো হতে পারতো। রাহুল ও কোহলি যখন ব্যাটিং করছিল আমরা ২৭০-২৮০ রানের দিকে তাকিয়ে ছিলাম আর এরপর উইকেট হারাতে থাকলাম। ৩ উইকেট হারানোর পর অস্ট্রেলিয়া বড় একটি জুটি গড়েছে। ট্রাভিস হেড ও মার্নাসকে কৃতিত্ব দিতে হবে। তারা আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। রাতে উইকেট আরও ভালো হয়েছে ব্যাটিংয়ের জন্য, কিন্তু এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না।’
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status