রাজনীতি
উৎসবমুখর জাপা চেয়ারম্যানের কার্যালয়
১০টায় ঘোষণা দিয়ে ১২টায় মনোনয়নপত্র বিক্রি শুরু
স্টাফ রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ২০ নভেম্বর ২০২৩, সোমবার, ১:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জাতীয় পার্টি (জাপা)। এনিয়ে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সোমবার সকাল ১০টায় মনোনয়ন ফরম বিতরণের কথা থাকলেও তা শুরু হয় বেলা ১২টায়। ফরমের মূল্য ৩০ হাজার টাকা।
সকাল ১০টা থেকে দেখা যায়, দলটির চেয়ারম্যানের কার্যালয়ে ভিড় নেই নেতাকর্মীদের। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে নেতাকর্মীদের ভিড়। ১১টার পর কার্যালয়ে আসেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তবে এখনো আসেননি দলটির চেয়ারম্যান জিএম কাদের। জানা যায়, নেতারা শুরুতে মিটিং করেন এরপর মনোনয়ন ফরম বিক্রি শুরু করেন। শুরুতেই মনোনয়ন ফরম কেনেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।
পাঠকের মতামত
দালাল গুলো একদিন বুঝবে মানুষ তাদের কত ঘ়না করে
Drama……..
জনবিচ্ছিন্ন জাপা,র জন্য গভীর বিষন্নতা অপেক্ষা করছে।
মন্তব্য করুন
রাজনীতি থেকে আরও পড়ুন
রাজনীতি সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]