রাজনীতি
উৎসবমুখর জাপা চেয়ারম্যানের কার্যালয়
১০টায় ঘোষণা দিয়ে ১২টায় মনোনয়নপত্র বিক্রি শুরু
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ২০ নভেম্বর ২০২৩, সোমবার, ১:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জাতীয় পার্টি (জাপা)। এনিয়ে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সোমবার সকাল ১০টায় মনোনয়ন ফরম বিতরণের কথা থাকলেও তা শুরু হয় বেলা ১২টায়। ফরমের মূল্য ৩০ হাজার টাকা।
সকাল ১০টা থেকে দেখা যায়, দলটির চেয়ারম্যানের কার্যালয়ে ভিড় নেই নেতাকর্মীদের। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে নেতাকর্মীদের ভিড়। ১১টার পর কার্যালয়ে আসেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তবে এখনো আসেননি দলটির চেয়ারম্যান জিএম কাদের। জানা যায়, নেতারা শুরুতে মিটিং করেন এরপর মনোনয়ন ফরম বিক্রি শুরু করেন। শুরুতেই মনোনয়ন ফরম কেনেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।