ঢাকা, ২৯ নভেম্বর ২০২৩, বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

সিলেটে গাড়ি ভাঙচুর ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২০ নভেম্বর ২০২৩, সোমবার

ঘোষিত তফসিল বাতিলের দাবিতে বিএনপি’র ডাকা দু’দিনের হরতালের প্রথম দিনে সিলেট নগরের কয়েকটি এলাকায় যানবাহনে ভাঙচুর চালিয়েছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। এ সময় তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে করে আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। সড়কে যানবাহন চলাচলও কমে আসে। স্থানীয়রা জানিয়েছেন- হরতাল চলাকালে দুপুরে নগরীর এয়ারপোর্ট সড়কের লেচুবাগান এলাকায় হঠাৎ করে পিকেটিংয়ে নামে যুবদলের কর্মীরা। এ সময় তারা সড়কে চলাচলকারী একটি ট্রাক আটকিয়ে ভাঙচুর করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে ওই এলাকায় যানবাহন চলাচল কমে আসে। এক পর্যায়ে যুবদলের কর্মীরা হরতালের সমর্থনে বিক্ষোভ করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। যুবদল নেতাকর্মীরা সড়কে অবস্থান নিলে ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন। এভাবে দিনভর নগরের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও গাড়ি ভাঙচুর করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। 

হরতালের শুরুতে সকাল ৭টায় নগর স্বেচ্ছাসেবকদলের কর্মীরা সিলেট-সুনামগঞ্জ সড়কের টুকেরবাজার এলাকায় অবস্থান নেয়।

বিজ্ঞাপন
এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। হরতালের সমর্থনে স্লোগানও দেয়। তাদের অবরোধের সময় ব্যস্ততম ওই সড়কে যানবাহন চলাচল কমে আসে। সকাল ৮টার দিকে সিলেট- ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমা এলাকায় সড়কে অবস্থান নেয় যুবদল ও ছাত্রদলের কর্মীরা। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। পুলিশ আসার খবরে তারা ওই এলাকা ছেড়ে চলে যায়। 

দুপুরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা নগরীর শাহী ঈদগাহ এলাকায় অবস্থান নেন। তারা টিলাগড়-আম্বরখানা সড়কে বিক্ষোভের পাশাপাশি সড়কে চলাচলকারী কয়েকটি যানবাহন ভাঙচুর করে। স্থানীয়রা জানিয়েছেন, বিএনপি ও যুবদল নেতা ওই এলাকায় আতঙ্ক ছড়াতে কয়েকটি বিস্ফোরণ ঘটায়। এতে করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে শাহী ঈদগাহ থেকে টিবি গেইট অভিমুখে মিছিল দিয়ে তারা চলে যায়। একই সময় যুবদলের নেতারা সিলেট-সুনামগঞ্জ সড়কের হাউজিং এস্টেট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। ওই এলাকায় সড়ক অবরোধের সময় একটি সিএনজি অটোরিকশা, একটি ট্রাক ও একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ আসার আগেই যুবদল নেতারা ওই এলাকা ত্যাগ করে চলে যায়। সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী জানিয়েছেন, সিলেটের মানুষ হরতালকে সমর্থন জানিয়ে দোকানপাট খুলেননি। বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মীরা দিনভর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন। তিনি বলেন, অবৈধ ঘোষিত তফসিল বাতিল না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। 

জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ : শেখ হাসিনার পদত্যাগ ও অবৈধ তফসিল বাতিলের দাবিতে বিএনপি’র ডাকা ৪৮ ঘণ্টা হরতালের ১ম দিন রোববার সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালের নেতৃত্বে রোববার দুপুরে নগরীর শাহী ঈদগাহ পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে টিভি গেইট পয়েন্টে গিয়ে  প্রতিবাদ সভা করে। সভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন ভোট চোর ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার ক্ষমতা আঁকড়ে থাকার জন্য রাষ্ট্রযন্ত্রগুলোকে দলীয় আজ্ঞাবহ বাহিনীতে পরিণত করে দেশকে গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে। পুলিশকে লাঠিয়াল বাহিনীতে রূপান্তর করে বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের নেতাকর্মীদের নিধন করতে গুম, খুন, মিথ্যা গায়েবি মামলা দিয়ে গ্রেপ্তার ও নির্যাতন করছে। আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে তফসিল ঘোষণা করে আরেকটি নিশিরাতের ভোট ডাকাতির পাঁয়তারা করছে। অবৈধ তফসিল বাতিল ও প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে রাজপথের চলমান গণতান্ত্রিক আন্দোলনের মধ্যদিয়েই অচিরেই চূড়ান্ত ফয়সালা হবে এবং আওয়ামী ফ্যাসিবাদের পতন হবে ইনশাআল্লাহ। মিছিলে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ এবং  বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status