ঢাকা, ২৯ নভেম্বর ২০২৩, বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

অর্থ-বাণিজ্য

কপ-২৮ সম্মেলনে জীবাশ্ম জ্বালানি বন্ধের সিদ্ধান্ত নেয়ার দাবি

স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ১৮ নভেম্বর ২০২৩, শনিবার, ৯:৪৬ অপরাহ্ন

mzamin

বৈশ্বিক উষ্ণতাকে ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত করতে আসন্ন ‘কপ ২৮’ সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার জন্য সিদ্ধান্ত নেয়ার দাবি জানিয়েছে নাগরিক সমাজ। সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি) নেতৃত্বাধীন ৩৩টি নাগরিক সংগঠন এবং উন্নয়ন সহযোগী সংগঠনের জোট ‘ক্লালাইমেট জাস্টিস অ্যালায়েন্স’র পক্ষ থেকে এই দাবি জানানো হয়। শনিবার রাজধানী ব্র্যাক সেন্টারে সিপিআরডি’র নেতৃত্বাধীন ৩৩টি নাগরিক সংগঠন এবং উন্নয়ন সহযোগী সংগঠনের জোট আয়োজিত গোলটেবিল আলোচনায় এই দাবি জানান হয়।

জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (ইউএনএফসিসিসি) স্বাক্ষর করে। তারপর থেকে, জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (কপ) প্রতিবছর অনুষ্ঠিত হয় যেখানে আলোচনা করা হয় যে ঠিক কীভাবে এটি কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কী অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা। পরবর্তী কপ-২৮ সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে। ৩০শে নভেম্বর থেকে ১২ই ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সম্মেলনটি আয়োজিত হবে।

বৈঠকে প্রধান বক্তা সিপিআরডি প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা কনভেনশনের নীতির সঙ্গে ‘লস অ্যান্ড ড্যামেজ’ তহবিলকে অ্যালাইন করতে ‘কপ ২৮’-এ তহবিলটিকে প্রাতিষ্ঠানিক এবং গভর্নেন্স ব্যবস্থার পুনর্বিন্যাস বিষয়ক কো-চেয়ারপারসনের প্রস্তাবকে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, জিজিএ-কে অবশ্যই জীবন, জীবিকা ও বাস্তুতন্ত্রের উপর জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের বিষয়ে সর্বাধিক নজর দিতে হবে।

বৈঠকে জাতীয় সংসদের সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, কপ ২৮-এর জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, জলবায়ু সমঝোতা সম্মেলন থেকে বাংলাদেশের মানুষ কখনোই আশানুরূপ ফলাফল পায়নি, আমরা যদি এবারের সমঝোতা সম্মেলনেও সুনির্দিষ্ট কৌশল নিয়ে যেতে না পারি তাহলে আমরা কোনও উল্লেখযোগ্য অর্জন নিয়ে আসতে পারবো না। তিনি আরও বলেন ‘ক্লালাইমেট জাস্টিস এলাইয়েন্স’র এ প্রস্তাবনাগুলো আমাদের এবারের কপ এ সহায়ক ভূমিকা রাখবে। আমরা জানি বর্তমানে অভিযোজন গ্যাপ আছে, প্রশমনের গ্যাপ আছে, অর্থের একটি বড় অভাব আছে কিন্তু আমাদের সবচেয়ে বড় গ্যাপ হলো বিশ্ব সম্প্রদায়ের পারস্পরিক বিশ্বাস।

তিনি বলেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিকে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রস্তাব করার জন্য বাংলাদেশ একটি নেতৃস্থানীয় দেশ এবং বাংলাদেশের এই অবস্থান ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের পক্ষে জনসমর্থন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

বিজ্ঞাপন
আমরা ইতিমধ্যেই বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক-শিল্প স্তর থেকে ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস উষ্ণয়ন করে ফেলেছি এবং এর ফলেই দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আমরা অভিযোজনের কঠিন সীমায় পৌঁছে গেছি এবং এই অবস্থায় কার্বন নির্গমন রোধে যথেষ্ট মনোযোগ না দিতে পারলে আমাদের আরও ভূগতে হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ সচিব ধরিত্রী কুমার সরকার বলেন, জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রয়োজনীয় আর্থিক চাহিদাগুলো দ্রুত বর্ধিত হচ্ছে, কিন্তু অভিযোজন ব্যবস্থার জন্য পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন প্রাপ্তির ক্ষেত্রে অনেক বড় ফাঁক রয়ে গেছে।

অনুষ্ঠানে পিকেএসএফ’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ, ডিয়াকোনিয়া কান্ট্রি ডিরেক্টর খোদেজা সুলতানা লোপা, ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান প্রমুখ।

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

   

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status