অর্থ-বাণিজ্য
বিআইসিএম-এ বাংলাদেশে সুকুক মার্কেটের উন্নয়ন বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত
অর্থনৈতিক রিপোর্টার
(১ বছর আগে) ১৮ নভেম্বর ২০২৩, শনিবার, ৬:৪৩ অপরাহ্ন

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)-এর মাল্টিপারপাস হলে ÒSukuk Market Development in Bangladesh: A Way ForwardÓ শীর্ষক একটি কর্মশালা ১৮ই নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইসিএম এর সাবেক সহকারী অধ্যাপক তাশরুমা শারমিন চৌধুরী, সিএসএএ।
বিআইসএম এর নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মাদ আনোয়ার হোসেন, সিইআরএম, সিএসএএ।
আলোচনায় অংশ নিয়ে মোহাম্মাদ আনোয়ার হোসেন সুকুক ইস্যু করার ক্ষেত্রে বিভিন্ন পক্ষের ভূমিকা, সুকুকে বিনিয়োগের উপকারিতাসহ সুকুক সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরেন। এছাড়া তিনি উপস্থিত অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সভাপতির বক্তব্যে ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার বলেন, সুকুক একটি বিনিয়োগযোগ্য ক্যাপিটাল মার্কেট ইন্সট্রুমেন্ট। বিশ্বব্যাপী অবকাঠামোগত উন্নয়নে সুকুক বেশ জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া গ্রিন সুকুক ও এসআরআই (Socially Responsible Investment) সুকুক টেকসই উন্নয়ন অর্জনে সহায়ক ভূমিকা পালন করতে পারে।
তিনি আরও বলেন, বাংলাদেশে বিনিয়োগকারীদের মধ্যে সুকুককে পরিচিত করার লক্ষ্যে বিআইসিএম কাজ করে যাচ্ছে। সুকুকের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে ব্যাংকগুলোর মতামত অতীব গুরুত্বপূর্ণ। তারই অংশ হিসেবে বিভিন্ন ব্যাংকের মনোনীত প্রতিনিধিদের নিয়ে আজকের এই কর্মশালা আয়োজন করা হয়েছে।
এছাড়া, বিআইসিএম আয়োজিত এই কর্মশালায় উপস্থিত অংশগ্রহণকারীদের সাথে একটি ইন্টারএকটিভ সেশন পরিচালনা করা হয়েছে যার পর্যালোচনা করার মাধ্যমে ইনস্টিটিউট উক্ত বিষয়ে পলিসি সাজেশন তুলে ধরতে পারবে।
কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপক ও আলোচক এর সাথে ইন্সটিটিউট-এর সহকারী অধ্যাপক ফয়সাল আহমেদ খান ও প্রভাষক এস. এম. কালবীন ছালিমা, সিএসএএ উক্ত সেশনটি পরিচালনা করেন।