ঢাকা, ৭ এপ্রিল ২০২৫, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

মেয়র মুহিব এবার প্রার্থী হতে চান এমপি পদে

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৩, শনিবারmzamin

পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার এক বছরের মাথায় এবার এমপি হতে চান সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান। ২০২২ সালের ২রা নভেম্বর অনুষ্ঠিত পৌর নির্বাচনে ৫ হাজার ২১১ ভোটের ব্যবধানে নৌকার প্রার্থীকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন তিনি। তবে মেয়র পদে নির্বাচিত হয়েই সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে মাঠে নেমে পড়েন। এনিয়ে চলছে ওসমানীনগর-বিশ্বনাথে আলোচনা। কয়েক মাস ধরে সিলেট-২ আসনের (বিশ্বনাথ ও ওসমানীনগর) সর্বত্র চষে বেড়াচ্ছেন মুহিবুর রহমান। গ্রামে গ্রামে গিয়ে গণসংযোগ করছেন। মেয়রের এমন প্রত্যাশাকে কেউ কেউ নেতিবাচক হিসেবে দেখছেন। অনেকে আবার বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। জানা গেছে, ১৯৭৮ সালে বিশ্বনাথ থানা আওয়ামী লীগের তৎকালীন অর্থ সম্পাদক এবং ১৯৮০ সালে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হন মুহিব। এরপর ১৯৮৫ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ১৯৯১ সালের সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন মুহিব। ২০০১ সালের সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর কাছে পরাজিত হন মুহিবুর। ২০০৩ সালে আওয়ামী লীগে ফিরে আসেন মুহিব। এরপর ২০০৯ সালের উপজেলা নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরীকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে জোটগত কারণে সিলেট-২ আসনে আওয়ামী লীগের কাউকে মনোনয়ন দেয়া হয়নি। 
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চান সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক বর্তমান সিসিক মেয়র আনোয়ারুজ্জান চৌধুরী। ওই নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরীকে সঙ্গে নিয়ে যুক্তরাজ্য থেকে দেশে ফিরে নৌকার পক্ষে প্রচারণায় নামেন মুহিব। কিন্তু শফিকুর রহমান ও আনোয়ারুজ্জামান কাউকেই দল থেকে মনোনয়ন না দেয়া হলে নিজেই প্রার্থী হন মুহিব। ওই নির্বাচনে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানকে নিখোঁজ বিএনপি নেতা ইালয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি লুণাসহ বিএনপি নেতাকর্মীরা সমর্থন দেয়ায় আবারো পরাজিত হন মুহিব। এ বিষয়ে বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান বলেন, সংসদ নির্বাচনে যতবারই প্রার্থী হয়েছেন ততবারই ষড়যন্ত্র করে তাকে পরাজিত করা হয়েছে। জনগণ বারবারই তাকে চাচ্ছে। তাই তিনি আগামী সংসদ নির্বাচন করতে চান।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status