ঢাকা, ১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অর্থ-বাণিজ্য

সিলেট চেম্বারে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সম্পর্কিত কর্মশালা

অর্থনৈতিক রিপোর্টার

(১ বছর আগে) ১৭ নভেম্বর ২০২৩, শুক্রবার, ১২:১০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:০৮ পূর্বাহ্ন

mzamin

ব্যবসায়ী ও কর আইনজীবিদের অংশগ্রহণে বৃহস্পতিবার সিলেট চেম্বারে অনলাইনে ব্যক্তিগত আয়কর রিটার্ন পূরণের উপর একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা কর আইনজীবী সমিতি এবং এসএমএসি আইটি লিমিটেডের সহযোগিতায় সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) এই কর্মশালার আয়োজন করে।

‘ট্যাক্স-ডু এর মাধ্যমে ব্যক্তিগত আয়কর এবং রিটার্ন জমাদানের মৌলিক বিষয়াদি’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন এসসিসিআইয়ের সভাপতি তাহমিন আহমদ। এতে সম্মানিত অতিথি ছিলেন সিলেট করাঞ্চলের কমিশনার সৈয়দ জাকির হোসেন।

কর্মশালায় অন্যের মধ্যে এফবিসিসিআইয়ের পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমেদ ও চেম্বারের ভ্যাট, ট্যাক্স এবং ট্যারিফ কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হোসেন এফসিএ, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এম.ই.এম ইকবালুর রহমান ও সহসভাপতি এডভোকেট আব্দুল আলীম পাঠান, এসসিসিআইয়ের সহসভাপতি মো. আতিক হোসেন, দৈনিক সিলেটের ডাক পত্রিকার প্রধান প্রতিবেদক মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

কর্মশালায় এসএমএসি আইটি লিমিটেডের পরিচালক স্নেহাশীষ বড়ুয়া ‘ট্যাক্স ডু’ এর মাধ্যমে অনলাইনে ব্যক্তিগত আয়কর রিটার্ন সহজ ও নির্ভুলভাবে প্রস্তুত, নির্ভুলভাবে আয়কর গণনা এবং রিটার্ন সংক্রান্ত যাবতীয় তথ্যাদি সংরক্ষণের বিভিন্ন দিক তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরেন।

সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমেদ বলেন, সিলেট অঞ্চল প্রবাসী অধ্যুষিত হওয়ায় এখানে রেমিট্যান্সের প্রবাহ বেশি এবং মানুষের হাতে টাকা রয়েছে। তাই কর আহরণের সম্ভাবনাও অনেক। কিন্তু কর সচেতনতার অভাব এবং বিদ্যমান কর প্রদান প্রক্রিয়ার জটিলতার কারণে অনেকেই কর প্রদান করেন না। তিনি রাজস্ব আয় বাড়াতে ব্যক্তিগত কর প্রদান প্রক্রিয়া আরও সহজ এবং সাধারণ মানুষকে করদানে উদ্বুদ্ধ করতে কর সচেতনতা বাড়ানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি আহ্বান জানান।

এছাড়া তিনি করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন জমাদানের সময়সীমা বাড়ানোর দাবি জানান।

‘ট্যাক্স-ডু’ এর বিষয়ে স্নেহাশীষ বড়ুয়া বলেন, এই সফটওয়্যারের মাধ্যমে ঘরে বসে যে কেউ অনলাইনে কয়েক মিনিটের মধ্যে আয়কর রিটার্ন পূরণ করতে পারবেন। এটি একটি সম্পূর্ণ অটোমেটেড সিস্টেম, যা ইনপুটের ভিত্তিতে যে কাউকে আইন মোতাবেক সহজেই আয়কর রিটার্ন প্রস্তুত করে দেয়। ব্যবহারকারীরা শুধুমাত্র বিভিন্ন উৎস থেকে তাদের আয় সফটওয়্যারের ইনপুট করলে ট্যাক্স-ডু স্বয়ংক্রিয়ভাবে আয়কর গণনা করে দেবে।

উল্লেখ্য, ‘ট্যাক্স ডু’ হলো অনলাইনে ব্যক্তিগত আয়কর রিটার্ন তৈরির ক্ষেত্রে সামগ্রিক সমাধানের জন্য এসএমএসি আইটি লিমিটেড উদ্ভাবিত নতুন সফটওয়্যার।

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status