বিনোদন
আত্মবিশ্বাসী দীঘি
স্টাফ রিপোর্টার
২০ জুন ২০২২, সোমবার
সুমন ধরের পরিচালনায় ‘শেষ চিঠি’ ওয়েব ফিল্মে চিত্রনায়িকা দীঘি প্রশংসায় ভাসছেন। এমন দর্শক সাড়া তিনি পাবেন কল্পনাও করেননি। দীঘি বলেন, সত্যি কথা বলতে কী ভাবিনি ‘শেষ চিঠি’ দর্শক এতটা ভালোভাবে গ্রহণ করবে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাইরে কোথাও বের হলেই সবাই তুলি চরিত্রের কথা বলছেন। ভীষণ ভালো লাগছে সবার এমন প্রতিক্রিয়ায়। ওটিটিতে এত কন্টেন্ট থাকে সেখানে একটা সাধারণ ভালোবাসার গল্প দেখবে আমি আসলে কখনই ভাবিনি। শুটিংয়ের সময় এতটুকুই মাথায় ছিল যাতে মানুষ আমাকে নতুনভাবে চিনতে শুরু করে। দীঘি বলেন, বাবা আমাকে টেক্সট করেছে এই সিনেমাটা দেখে। যেটা আমার জন্য অনেক বড় পাওয়া। বাবা সাধারণ কখনো টেক্সট করে না কোনো কিছু দেখে।
পাঠকের মতামত
ছোট বেলায় যার এত সুনাম তর আবার চিন্তা কসের। অনেক দোয়া রইল।
খারাপ না আপনি এই দেশের ভবিষ্যত বড়ো নায়িকা হবেন.......আমরা চাই, আপনি মায়ের মত হবেন না,