রকমারি
প্রাণ বাঁচালো স্মার্টওয়াচ
মানবজমিন ডিজিটাল
(২ সপ্তাহ আগে) ৯ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৬:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:০৭ অপরাহ্ন

স্মার্টওয়াচ গুলিকে প্রায়শই একটি বিলাসবহুল আইটেম হিসাবে বিবেচনা করা হয়। তবে বারবার এটি মানুষকে সতর্ক করে ত্রাণকর্তার ভূমিকা পালন করেছে। সম্প্রতি স্মার্টওয়াচ যুক্তরাজ্যের একটি কোম্পানির বছর বিয়াল্লিশের সিইও- এর প্রাণ বাঁচাতে সাহায্য করেছে। হকি ওয়েলসের সিইও পল ওয়াফাম সোয়ানসির মরিসটন এলাকায় তার বাড়ির কাছে প্রতিদিনের মতো সকালে হাঁটতে বেরিয়েছিলেন। হঠাৎই একদিন হাঁটার সময় তীব্র বুকে ব্যথা অনুভব করেন তিনি।
ওয়েলস জানাচ্ছেন ''আমি স্বাভাবিকের মতো সকাল ৭ টায় দৌড়াতে গিয়েছিলাম এবং প্রায় পাঁচ মিনিটের মধ্যে আমার বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়। আমার বুকে খুব চাপ অনুভূত হচ্ছিল। আমি রাস্তায় বসে পড়ি। ব্যথা ক্রমেই বাড়ছিলো।'' সকালবেলা রাস্তাঘাট প্রায় ফাঁকা। আশপাশে কোনও লোকজনের দেখা নেই। ভাগ্যিস হাতে স্মার্ট ওয়াচটা ছিল।
''সাম্প্রতিক ঘটনা পলকে হতবাক করেছে কারণ সে একজন ফিটনেস ফ্রিক। তিনি বলছেন “এটি আমার পরিবার সহ সকলের কাছে সত্যিই একটি ধাক্কা ছিল।'' পরে হাসপাতালে চিকিৎসায় ধরা পড়ে পলের হার্ট অ্যাটাক হয়েছিল। তাঁর একটি আর্টারিতে ব্লকেজ ছিল। প্রায় এক সপ্তাহ হাসপাতালে কাটিয়ে শেষে সুস্থ হয়ে বাড়িতে ফেরেন ওই বৃটিশ সংস্থার সিইও। এটিই প্রথম নয় যে কোনও স্মার্টওয়াচ কোনও ব্যক্তির জীবন বাঁচিয়েছে। এই বছরের শুরুর দিকে, ৩৬ বছর বয়সী যুক্তরাজ্যের একজন ব্যক্তি তার অ্যাপল ওয়াচকে তার হার্টের অবস্থার বিষয়ে সতর্কবার্তা দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন। অ্যাডাম ক্রফ্ট নামের ওই ব্যক্তি দাবি করেছেন যে তার স্মার্টওয়াচটি তাকে সারা রাত ধরে তার অনিয়মিত হৃদস্পন্দন বা অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন সম্পর্কে সতর্ক করেছিল।
সূত্র : indiatvnews.com
মন্তব্য করুন
রকমারি থেকে আরও পড়ুন
রকমারি সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]