অর্থ-বাণিজ্য
দ্বিতীয়বারের মতো বী-কন নিটওয়্যারের রপ্তানি ট্রফি অর্জন
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ৮ নভেম্বর ২০২৩, বুধবার, ৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:৫৫ অপরাহ্ন

দ্বিতীয়বারের মতো বী-কন নিটওয়্যার লিমিটেড জাতীয় রপ্তানি ট্রফি অর্জন করেছে। ২০২০-২০২১ অর্থবছরে প্রতিষ্ঠানটি ৮৯.৫৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের নিট পোশাক রপ্তানি করেছে এবং এ সময়ে রপ্তানির প্রবৃদ্ধি ১২.৩০ শতাংশ। প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
রপ্তানিকারকদের জন্য সংরক্ষিত ক্যাটাগরিতে রপ্তানি বাণিজ্যে অবদানের স্বীকৃতিস্বরূপ বীকন নিটওয়্যার লিমিটেডকে ২০২০-২০২১ অর্থ বছরের জন্য জাতীয় রপ্তানি ট্ট্রফি (রৌপ্য) ও সনদ প্রদান করা হয়। প্রতিষ্ঠানের ডিরেক্টর অনিক পোদ্দার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির হাত থেকে জাতীয় রপ্তানি ট্রফি ও সনদ গ্রহণ করেন। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয়।