ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

রকমারি

থানা থেকে ৬০টি মদের বোতল চুরি, চোরদের দেখে চক্ষু চড়কগাছ পুলিশের

মানবজমিন ডিজিটাল

(১ বছর আগে) ৮ নভেম্বর ২০২৩, বুধবার, ২:৩৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

mzamin

ভারতের মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার কোতোয়ালি থানার পুলিশ একটি অভিযানে ৬০ বোতল অবৈধ মদ উদ্ধার করেছিল। থানার গুদামে  রাখা হয়েছিল বাজেয়াপ্ত ওই সরকারি সম্পত্তি। কিন্তু সেখান থেকে তা খোয়া গেলো ।  আইন মেনে সেই সরকারি সম্পত্তি  আদালতে পেশ করার কথা ছিল। যদিও বিচারকদের সামনে আজব দাবি করলেন পুলিশকর্মীরা। তাঁরা জানালেন, ওই মদ নিয়ে পালিয়েছে একদল ইঁদুর। পুলিশের দাবি, ইঁদুর শুধু মদের বোতলই নয়, অন্য গুরুত্বপূর্ণ নথিও নষ্ট করেছে। থানার গুদামে  মাত্রাতিরিক্ত ইঁদুরের দৌরাত্ম্যে রাতের ঘুম যাবার জোগাড় কোতোয়ালি থানার পুলিশের। আদালতে ইঁদুরের বিরুদ্ধে মদ্য পান করার অভিযোগ তুলেছেন পুলিশ কর্মীরা। থানা থেকে  ৬০ বোতল মদ হারিয়ে যাওয়ার পরে ঘটনাটি প্রকাশ্যে আসে। দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত ইঁদুরের বিরুদ্ধে  তদন্ত চালানোর নির্দেশ দিয়েছে আদালত। 

প্রকৃতপক্ষে ইঁদুরগুলি সব মদ পান করেছে কিনা তার  কোনও প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে  পুলিশ একজন অভিযুক্তকে ‘গ্রেপ্তার’ করলেও অন্যরা এখনও পলাতক । কেবল ছিন্দওয়াড়ার ওই থানাতেই নয়, অন্য সরকারি দপ্তরগুলোও ইঁদুরের দাপটে জেরবার। জেলা হাসপাতালেও নাকি প্রতি বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে ইঁদুর ধরা হয়ে থাকে। তবে সরকারি সম্পত্তি নষ্ট হওয়ায় আদালতে সাক্ষ্যপ্রমাণ পেশে বেজায় অস্বস্তিতে পড়েছে কোতোয়ালি থানার পুলিশ।  এই অবস্থায় অপরাধীদের ধরতে এখন পুলিশের ওপর চাপ বাড়ছে। আদালত জানিয়ে দিয়েছে শুধু  জব্দ করা বোতলই নয় , যেগুলো হারিয়ে গেছে সেগুলোও দেখাতে হবে বিচারকের সামনে। অতীতে গুরুত্বপূর্ণ সরকারি  নথি নষ্ট করেছে  ইঁদুর,   এমনকি বেশ কয়েকবার মৃতদেহ  খেয়ে প্রমাণ নষ্ট করেছে তারা।

সূত্র: টাইমস নাও

রকমারি থেকে আরও পড়ুন

রকমারি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status