ঢাকা, ১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অর্থ-বাণিজ্য

সোনালী লাইফের চেয়ারম্যান নির্বাচিত হলেন মোস্তফা গোলাম কুদ্দুস

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ৭ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ৬:১৪ অপরাহ্ন

mzamin

দেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রখ্যাত শিল্পপতি ও বিজিএমইএর সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় সম্প্রতি তাকে সর্ব সম্মতিক্রমে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। রাজধানীর মালিবাগ চৌধুরী পারা কোম্পানির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ডিজিটাইজেশনের মাধ্যমে শিল্পে গুণগত পরিবর্তন আনা, সুশাসন প্রতিষ্ঠা এবং পলিসি হোল্ডারদের অধিকার রক্ষার পাশাপাশি বীমা খাতের কর্মচারীদের প্রাতিষ্ঠানিকভাবে প্রতিশ্রুতি ও উদ্দেশ্য নিয়ে কোম্পানিটি ১লা আগস্ট, ২০১৩ তারিখে যাত্রা শুরু করেছিল।

বিদায়ী চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা পরিচালক মোস্তফা গোলাম কুদ্দুস ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর রাশেদ বিন আমানসহ অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে মোস্তফা গোলাম কুদ্দুস বলেন, সোনালী লাইফ দেশের বিমা শিল্পে প্রাতিষ্ঠানিক ও গুণগত পরিবর্তন আনতে এবং পেশাদারিত্ব প্রতিষ্ঠা করতে নিরলস কাজ করে যাচ্ছে। তিনি বলেন, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিপূর্ণ ডিজিটাল সেবা নিশ্চিত করে গ্রাহকের চাহিদা পূরণ, মেয়াদ শেষে দ্রুততম সময়ে বিমা দাবি পরিশোধ করে  সোনালী লাইফ চমক সৃষ্টি করেছে যার কারণেই প্রতিষ্ঠানটি ধারাবাহিক ভাবে উচ্চ প্রবদ্ধি অর্জন করে চলেছে।

তিনি সোনালী লাইফের এই সাফল্যের জন্য কোম্পানির পরিচালনা পরিষদের ইতিবাচক নির্দেশনা, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দক্ষ পরিচালনা এবং কর্মকর্তা ও কর্মচারী দের নিরলস শ্রম সম্মিলিত ভাবে অবদান রেখেছে বলে উল্লেখ করেন।   

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status