ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

অর্থ-বাণিজ্য

বিশ্ববাজারে কমলেও দেশে কেন কমছে না ভোজ্য তেলের দাম

আলতাফ হোসাইন
১৯ জুন ২০২২, রবিবার
mzamin

উৎপাদন বাড়ায় আন্তর্জাতিক বাজারে বেশ কয়েকদিন ধরেই ভোজ্য তেলের দাম কমের দিকে। সামনে পণ্যটির উৎপাদন বৃদ্ধি ও দাম আরও কমবে বলেও মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) এক পূর্বাভাসে বলা হয়েছে। ফলে তেলের বাজারে চলমান সংকট কেটে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে, আন্তর্জাতিক বাজারদর নিম্নমুখী দেখা গেলেও বাংলাদেশে এর কোনো প্রভাব দেখা যাচ্ছে না। বরং দাম আরও বৃদ্ধির প্রবণতা লক্ষণীয়। সর্বশেষ গত ৯ই জুন প্রস্তাবিত বাজেট পেশের দিনেই আরেক দফা বাড়ানো হয় ভোজ্য তেলের দাম। যদিও এর এক সপ্তাহ আগেও দাম কমার আভাস দিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী। 

এক সপ্তাহে বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমেছে টনপ্রতি ১০০ থেকে ১৫০ ডলার  

একদিনে কমেছে টনপ্রতি ৮২ ডলার  

আন্তর্জাতিক বাজারে দাম কমায় ব্যবসায়ীরা লাভবান হলেও সুফল পাচ্ছেন না ভোক্তারা

বিশ্লেষকরা বলছেন, ভোজ্য তেলের আন্তর্জাতিক বাজার আরও কমবে। একইসঙ্গে এই নিম্নমুখিতা বেশ কিছুদিন অব্যাহত থাকবে। এরই প্রেক্ষিতে দেশে দেশে ভোজ্য তেলের দাম কমানোর ঘোষণা দিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো। প্রতিবেশী দেশ ভারতেও গত বৃহস্পতিবার বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেল, পামঅয়েল ও সূর্যমুখী তেলের দাম লিটারে ৫ থেকে ১৫ রুপি পর্যন্ত কমানোর ঘোষণা দেয়া হয়েছে।

বিজ্ঞাপন
তবে উল্টো চিত্র শুধু বাংলাদেশে। বাজারে অস্থিরতার মধ্যেই গত ৯ই জুন লিটারে আরও ৭ টাকা বাড়ানো হয়েছে সয়াবিনের দাম। সহসাই দেশে ভোজ্য তেলের দাম কমছে না বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। ভোজ্য তেলের আমদানি, পরিশোধন ও বিপণন কার্যক্রমকে ‘বিশেষায়িত’ আখ্যা দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় বলছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে দাম সমন্বয়ের সুযোগ নেই। 

ফলে গত এক সপ্তাহে বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম টনপ্রতি প্রায় ১০০ থেকে ১৫০ ডলার পর্যন্ত কমলেও এতে ব্যবসায়ীরা লাভবান হলেও এর সুফল পাচ্ছেন না দেশের ভোক্তারা। জানা যায়, ভোজ্য  তেলের দাম নির্ধারণের জন্য বাণিজ্য মন্ত্রণালয়, ট্যারিফ কমিশন, ভোজ্য তেল আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি রয়েছে। কমিটির সদস্যরা বৈঠকের মাধ্যমে বিগত কয়েক মাস আগে আমদানি হওয়া ইনবন্ড-আউটবন্ড ভোজ্য তেলের তথ্য পর্যালোচনা করে দাম নির্ধারণ করে। এ জন্য একটি সূত্র মেনে চলা হয়। এ কারণে বর্তমান সময়ে বিশ্ববাজারে দাম কমলেও এর সুফল পেতে কয়েক মাস অপেক্ষা করতে হচ্ছে। সর্বশেষ দাম সমন্বয় হয়েছে এক সপ্তাহ আগে। নতুন দাম ঘোষণা করতে অন্তত আরও এক মাস লাগবে। সর্বশেষ গত শুক্রবার একদিনে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম কমেছে টনপ্রতি ৮২ ডলার। যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) প্রতি টন সয়াবিন তেলের দাম নেমে আসে ১ হাজার ৬৩০ ডলারে। আগের দিনও তা কেনাবেচা হয়েছে টনপ্রতি ১ হাজার ৭১২ ডলারে। এক সপ্তাহ আগে এর মূল্য ছিল প্রতি টন ১ হাজার ৭৮১ ডলার। সে হিসেবে একদিনে পণ্যটির দাম কমেছে ৪ দশমিক ৭৮ শতাংশ। সপ্তাহে কমেছে প্রায় সাড়ে ৮ শতাংশ। নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে পামঅয়েলের দামেও। এক সপ্তাহ আগেও সিবিওটিতে পণ্যটির মূল্য ছিল প্রতি টন ১ হাজার ৩৬০ ডলার। বৃহস্পতিবার তা বিক্রি হয়েছে ১ হাজার ৩২৮ ডলারে। 

সেখান থেকে শুক্রবার নেমে এসেছে ১ হাজার ৩১৯ ডলারে। ভোজ্য তেলটি এর চেয়েও কম দামে বিক্রি হচ্ছে কুয়ালালামপুরের বুর্সা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে। সেখানে শুক্রবার পণ্যটির মূল্য নেমে এসেছে প্রতি টন ৫ হাজার ৪৫৬ রিঙ্গিতে (১ হাজার ২৪০ ডলারের সমপরিমাণ)।  গত এক সপ্তাহে বুর্সা ডেরিভেটিভসে পণ্যটির দাম কমেছে ৭ দশমিক ৮ শতাংশ। এর আগের সপ্তাহে দরপতনের হার ছিল ৮ দশমিক ৩ শতাংশ। উৎপাদন বৃদ্ধির পূর্বাভাসের পাশাপাশি শীর্ষ উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া এখন পামঅয়েলের রপ্তানি বাড়াতে নানামুখী পদক্ষেপ নিচ্ছে। একই পথে হাঁটছে মালয়েশিয়াও। বাজারে এখন এরই প্রভাব স্পষ্ট বলে জানিয়েছেন বুর্সা ডেরিভেটিভসের ব্যবসায়ীরা।

 

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

   

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status