বিশ্বজমিন
সম্পর্কের বরফ গলাতে তুরস্ক সফরে যাচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স
মানবজমিন ডেস্ক
(৩ বছর আগে) ১৮ জুন ২০২২, শনিবার, ১০:১২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১:২৫ অপরাহ্ন

তুরস্ক সফরে যাচ্ছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। আগামি সপ্তাহে তিনি তুরস্কের রাজধানী আঙ্কারা সফর করবেন। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান এ তথ্য দিয়েছেন। তুরস্ক ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিন ধরেই রেষারেষি চলছিল। তবে এই সফরের মধ্য দিয়ে সেই সম্পর্কের বরফ গলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এ খবর দিয়েছে আল-জাজিরা।
খবরে জানানো হয়, ২২শে জুন তুরস্ক পৌছাবেন এমবিএস। ২০১৮ সালে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নির্মমভাবে হত্যা করা হয় ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগজিকে। এই হত্যাকাণ্ডের জেরে তলানিতে পৌছায় সৌদি-তুর্কি সম্পর্ক। এরপর আর তুরস্ক সফরে যাননি এমবিএস। তবে এবার ঘটনার ৪ বছরের মাথায় দুই দেশ আবার কাছাকাছি আসছে এমন ইঙ্গিত পাওয়া গেলো।
শুক্রবার সাংবাদিকদের কাছে এরদোগান বলেন, ক্রাউন প্রিন্স আগামি বুধবার আসছেন, আমরা তাকে স্বাগত জানাবো। দুই দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাবো আমরা। তবে এই সফর সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, এই সফরে দুই দেশের মধ্যে বেশ কিছু দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে।
গত এপ্রিল মাসে এরদোগান সৌদি আরব সফর করেন। খাশোগজির হত্যাকাণ্ডের পর এটিই ছিল তার প্রথম সৌদি সফর। মক্কা সফরের আগে তিনি তখন এমবিএসের সঙ্গে সাক্ষাত করেছিলেন।