অর্থ-বাণিজ্য
ফের বাড়লো ডলারের দাম
অর্থনৈতিক রিপোর্টার
১৭ জুন ২০২২, শুক্রবারডলারের বিপরীতে টাকার দাম আরেক দফা কমালো বাংলাদেশ ব্যাংক। এবার প্রতি ডলারের বিনিময়মূল্য ৫ পয়সা বাড়ানো হয়েছে। ফলে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে হয়েছে ৯২ টাকা ৮৫ পয়সা। এর ফলে আমদানিকারকদের ব্যয় বেড়ে যাচ্ছে। তবে রপ্তানি ও রেমিট্যান্স আয় বৃদ্ধি পাচ্ছে। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়। এদিন ডলারের আন্তঃব্যাংক বিনিময় হার দাঁড়িয়েছে ৯২ টাকা ৮৫ পয়সা। যা আগের কার্যদিবসে ৯২ টাকা ৮০ পয়সা ছিল। চলতি বছরে ডলারের বিপরীতে টাকার ১৫তম অবমূল্যায়ন এটি। এদিকে চলতি অর্থবছরের আগস্ট থেকে ১৬ই জুন পর্যন্ত ব্যাংকিং খাতে ৭ বিলিয়ন ডলারের বেশি সরবরাহ করেছে কেন্দ্রীয় ব্যাংক। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। মুদ্রা বাজারের অস্থিরতা সামাল দিতেই ডলারের বিপরীতে টাকার মান দফায় দফায় কমাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। অভিযোগ রয়েছে- আন্তঃব্যাংক মিনিময় হার বেঁধে দিলেও খোলাবাজারে তার চেয়ে বেশি দরে কিনতে হচ্ছে ডলার। যা কোনো কোনো সময় ছাড়িয়ে যাচ্ছে ১০০ টাকাও। প্রসঙ্গত, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর থেকে বিশ্বজুড়ে চাহিদা বাড়ায় পণ্যের দাম বাড়তে থাকে। এর মধ্যে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে বৈশ্বিক পণ্য সরবরাহ ব্যবস্থায় খরচ বেড়ে যায়। তাতে ডলারের চাহিদা বাড়তে থাকে। তাতে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশের মুদ্রা টাকাও ডলারের বিপরীতে দর হারাতে থাকে।