ঢাকা, ১১ মে ২০২৪, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অনলাইন

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মিছিলে হামলা

ছাত্রলীগ-যুবলীগের অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার কুমিল্লা থেকে

(৬ মাস আগে) ১৬ অক্টোবর ২০২৩, সোমবার, ২:১১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:২৮ অপরাহ্ন

mzamin

কুমিল্লায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় ছাত্রলীগ-যুবলীগের অজ্ঞাতনামা ৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে মামলাটি করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী। এই ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ।

গ্রেপ্তার দুজন, কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকার বাসিন্দা নূর হোসেন স্বপন ও রাজবাড়ী কম্পাউন্ডের মহসিন আহমেদ শিপন।   

মামলার আবেদনে যা উল্লেখ করা হয়েছে- কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার কর্তৃক প্রদত্ত হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসব সম্পর্কে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ায়, মুন্সীগঞ্জের জাতীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাসকে স্থানীয় মেয়র কর্তৃক প্রকাশ্যে সাম্প্রদায়িক গালমন্দ, হুমকি দেয়া, চারণকবি রাধা রমণকে মারধর, সারাদেশে দূর্গামূর্তি ভাঙচুর, সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কুমিল্লা জেলা শাখা রানীরবাজার রামঠাকুর আশ্রমের সম্মুখে বিগত ১৩ই অক্টোবর সকাল ১০টায় এক প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়।

এতে আরও উল্লেখ করা হয়, প্রতিবাদ সমাবেশ শেষে সাড়ে ১১টায় মিছিল নিয়ে কান্দিরপাড় অভিমুখে রওনা হই আমরা। এসময় পুলিশ আমাদের মিছিলটি কর ভবনের সামনে নজরুল এভিনিউ এলাকায় বাধা প্রদান করে। এবং অগ্রসর না হয়ে ফিরে আসতে থাকলে হঠাৎ অজ্ঞাতনামা আসামিরা অস্ত্রশস্ত্র, রড, লাঠিসহ নিয়ে উপস্থিত হয়। ইট, পাথর নিক্ষেপ করতে করতে আমাদের মিছিলটি ধাওয়া করে। তখন মিছিলে অংশগ্রহণকারী মহিলা, পুরুষ সদস্যদের নির্বিচারে মারপিট করে বহুলোককে জখম করে। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন
আক্রমণ করার সময় এবং আক্রমণ শেষে যাওয়ার সময় ছাত্রলীগ ও যুবলীগের ব্যানার ব্যবহার করে হামলাকারীরা স্লোগান দেয়। 

এ বিষয়ে তাপস বকসী বলেন, আমরা কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত ৪০০-৫০০ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছি। মামলার আবেদন গ্রহণ করেছে পুলিশ।

কুমিল্লার কোতোয়ালি থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ বলেন, গতরাতে আমরা মামলা নিয়েছি। এই ঘটনা দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার তৎপরতা চলমান। 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status