ঢাকা, ১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অর্থ-বাণিজ্য

‘মুনাফা যেন কেবল ব্যবসার মূল লক্ষ্য না হয়’

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ১৫ অক্টোবর ২০২৩, রবিবার, ৮:৪৩ অপরাহ্ন

বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণে উদ্যোক্তা বিকাশের উপর শনিবার ঢাকায় একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে এন্ট্রেপ্রেনার্স অর্গানাইজেশনের (ইও)-এর প্রতিষ্ঠাতা এবং স্কেলিং আপ-এর সিইও ভার্ন হার্নিশ একটি গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন।

ইও বাংলাদেশের লার্নিং প্রোগ্রামের আওতায় রাজধানীর শেরাটন হোটেলে স্কেলিং আপ সেশনের আয়োজন করা হয়। এতে প্রায় ২০০ তরুণ উদ্যোক্তা অংশগ্রহণ করেন। লার্নিং চেয়ার ও টেক্স জিপার্স লিমিটেডের পরিচালক মুদিত ট্যান্ডন এবং ইও বাংলাদেশের প্রেসিডেন্ট ও এএফসি লিমিটেডের চেয়ারম্যান জিয়া উদ্দিন বক্তব্য দেন।

ইও-এর প্রতিষ্ঠাতা এবং স্কেলিং আপ-এর সিইও ভার্ন হার্নিশ বলেন, একটি সফল ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য প্রয়োজন সুনির্দিষ্ট লক্ষ্য ও সঠিক কর্মকৌশল নির্ধারণ করা। তিনি আরও বলেন, মুনাফা যেন কেবল ব্যবসার মূল লক্ষ্য না হয়। সামাজিক দায়বদ্ধতার বিষয়টিও যেন কর্মকৌশলের মধ্যে থাকে।

লার্নিং ইভেন্টে প্রধান অংশগ্রহণকারীরা ছিল প্যারাগন গ্রুপ, অ্যারিস্টোফার্মা লিমিটেড, স্ট্যান্ডার্ড গ্রুপ, গ্রিন ডেল্টা ইন্সুরেন্স লিমিটেড, জেমকন গ্রুপ, সিটি ব্যাংক, আখতার গ্রুপ, লেকচার পাবলিকেশন্স এবং আরও অনেক প্রতিষ্ঠান। ইও বাংলাদেশ জাগো ফাউন্ডেশন থেকে এক বছরের জন্য পাঁচটি শিশুকে স্পন্সর করার জন্য ভার্ন হার্নিশকে একটি চেক উপহার দিয়েছে।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন লার্নিং কো-চেয়ার শাওন তানভীর। ইও বাংলাদেশের আমন্ত্রণে এন্ট্রেপ্রেনার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ভার্ন  হার্নিশ প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিলেন স্কেলিং আপ-এর ওয়ার্কশপ করাতে। ভার্ন হার্নিশ ৭৬টি দেশে ১৮০০০ এর বেশি উদ্যোক্তাদের সংগঠন এন্ট্রেপ্রেনার্স অর্গানাইজেশনের (ইও) প্রতিষ্ঠাতা। এছাড়া তিনি স্কেলিং আপের সিইও এবং গ্রোথ ইনস্টিটিউটের সহ- প্রতিষ্ঠাতা।

ইও ক্ষুদ্র, মাঝারি এবং বড় ব্যবসার মালিকদের একে অপরের কাছ থেকে শিখতে সহায়তা করে থাকে। এটি বৃহত্তর ব্যবসায়িক সাফল্য এবং সামাজিক নেটওয়ার্কিংয়ের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করার ব্রত নিয়ে কাজ করে।

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status