ঢাকা, ১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অর্থ-বাণিজ্য

শিল্পে পানির ব্যবহারে সঠিক ধারণা তুলে ধরলো যুক্তরাষ্ট্র ভিত্তিক ডুপন্ট ওয়াটার সল্যুশনস

অর্থনৈতিক রিপোর্টার

(১ বছর আগে) ১৩ অক্টোবর ২০২৩, শুক্রবার, ৫:৪৬ অপরাহ্ন

mzamin

সঠিক উৎস থেকে সংগ্রহ করা পানির ব্যবহারে বাংলাদেশ কিভাবে উপকৃত হতে পারে সেটি তুলে ধরেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ডুপন্ট ওয়াটার সল্যুশনস লিমিটেড এবং তাদের অনুমোদিত ডিস্ট্রিবিউটর ওয়াটার টেকনোলজি লিমিটেড।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত শিল্পে পানির ব্যবহারে সঠিক সমাধান এবং ধারণা শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠানে এ প্রযুক্তির নানা দিক তুলে ধরেছে ডুপন্ট ওয়াটার সল্যুশনস লিমিটেড এবং বাংলাদেশে তাদের সহযোগী প্রতিষ্ঠান ওয়াটার টেকনোলজি লিমিটেড। অনুষ্ঠানে অংশ নেয় দেশের বিভিন্ন ওয়াটার সল্যুশনস বিশেষজ্ঞরা।

অনুষ্ঠানে ডুপন্ট ওয়াটার সল্যুশনসের আঞ্চলিক প্রধান ক্রিস ফার্নানদাস বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নতুন অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে সরকার। এসব অঞ্চলসহ দেশের বিভিন্ন জায়গায় বড় বড় শিল্প কারখানা প্রতিষ্ঠা হচ্ছে। শিল্পখাতে দেশি-বিদেশি বিনিয়োগও বাড়ছে। কিন্তু এসব শিল্পের বর্জ্য ব্যবস্থাপনা দূর্বলতা রয়ে গেছে। উৎপাদন বাড়াতে শিল্পের বর্জ্যব্যবস্থাপনায় জোর দিতে হবে। বর্জ্য থেকে সঠিক ব্যবস্থাপনায় পানি সংগ্রহ করা যায় উল্লেখ করে তিনি বলেন, পানির নিরাপদ ব্যবহারে প্রয়োজন সঠিক প্রযুক্তির সমন্বয়। বর্জ্য পরিশোধনের পানি নদীতে না ফেলে দিয়ে তা পুনরায় ব্যবহার করা যায়। এতে শিল্পের খরচ সাশ্রয় হয়। তাই পরিবেশ রক্ষায় শিল্পের বর্জ্য এবং পানির সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি। ক্রিস ফার্নানদাস বলেন, শিল্পের বর্জ্য পরিশোধন করে তা থেকে পানি সংগ্রহ কীভাবে পুনরায় ব্যবহার করা যায় সেই প্রযুক্তি সরবরাহ করছি আমরা। বাংলাদেশেও আমরা এ ধরনের প্রযুক্তি সরবরাহ করছি।

অনুষ্ঠানে ওয়াটার টেকনোলজি বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ এনামুল হাবিব বলেন,   আন্তর্জাতিকভাবেই শিল্প বর্জ্য এবং প্রাকৃতিক পানির সঠিক ব্যবহারে আইন করা হচ্ছে। বাংলাদেশও এটি অনুসরণ করছে। পণ্যের সঠিক বাজার এবং উপযুক্ত দাম পেতে পানি ব্যবহারেও সতর্ক হতে হবে। তিনি বলেন, এজন্য শিল্প মালিকদেরকেও সঠিক ধারণা দেয়া প্রয়োজন, কীভাবে কম খরচে পানি এবং বর্জ্যরে পরিশোধনের মাধ্যমে পুনঃ ব্যবহার করা যায়।

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status