অর্থ-বাণিজ্য
নীতি সুদহার বাড়ালো বাংলাদেশ ব্যাংক
অর্থনৈতিক রিপোর্টার
(১ বছর আগে) ৪ অক্টোবর ২০২৩, বুধবার, ৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন
মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যে নীতি সুদহার ০.৭৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে নতুন রেপো রেট হবে ৭.২৫ শতাংশ। কারণ বর্তমানে যা ৬.৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন এই পলিসি রেট বা রেপো রেট আগামীকাল থেকে কার্যকর হবে বলে জানা গেছে। এদিন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে চলতি বছরের জুনে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি পলিসি রেট ৫০ শতাংশীয় পয়েন্ট বাড়িয়েছিল। এরফলে এতদিন এই রেট ছিল ৬.৫০ শতাংশে।
এর ফলে বাংলাদেশ ব্যাংক থেকে ধার করা টাকার বিপরীতে ব্যাংকগুলোর ব্যয় বাড়বে। এছাড়া ব্যাংকঋণ ও আমানতের সুদও বাড়বে।
এবার বাংলাদেশ ব্যাংক সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করছে। সাধারণত সুদের হার বাড়লে মানুষ ব্যাংকে আমানত রাখতে আগ্রহ দেখায়।