বিনোদন
ভয়াবহ দুর্ঘটনার শিকার অভিনেত্রী
বিনোদন ডেস্ক
(২ মাস আগে) ৪ অক্টোবর ২০২৩, বুধবার, ১১:৫৭ পূর্বাহ্ন

ইতালিতে বেড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার শাহরুখ খানের ‘স্বদেশ’ সিনেমার নায়িকা গায়ত্রী যোশী এবং তার ব্যবসায়ী স্বামী বিবেক ওবেরয়। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঘটনার ভিডিও। যা দেখে আঁতকে উঠছেন নেটিজেনরা।
ভিডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন গায়ত্রী। স্বল্প সময়ের কয়েকটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তিনি। সিনেমা বলতে শুধুমাত্র ২০০৪ সালে মুক্তি পাওয়া স্বদেশ। এরপর ব্যবসায়ী বিবেক ওবেরয়কে বিয়ে করেন গায়ত্রী। বিয়ের পর তিনি পাকাপাকিভাবে গ্ল্যামার দুনিয়া ছেড়ে দেন। তবে ‘স্বদেশ’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছিলেন গায়ত্রী। অভিনেত্রীর দুর্ঘটনার খবরে উদ্বিগ্ন অনুরাগীরা।
শোনা গিয়েছে, সম্প্রতি স্বামীর সঙ্গে ইতালিতে বেড়াতে গিয়েছিলেন গায়ত্রী। ল্যাম্বরগিনিতে চড়ে সেখানকার হাইওয়ে দিয়ে যাচ্ছিলেন।
বরাত জোরে প্রাণে রক্ষা পেয়েছেন গায়ত্রী আর স্বামী। তবে ফারারিতে মার্কাস ক্রাউটলি (৬৭) ও মেলিসা ক্রাউটলি (৬৩) নামে সুইজারল্যান্ডের এক দম্পতি ছিল। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে বলে খবর।
মন্তব্য করুন
বিনোদন থেকে আরও পড়ুন
বিনোদন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]