রাজনীতি
মাদারীপুরের পথসভায় খসরু
সুষ্ঠু নির্বাচন হলে গোপালগঞ্জে নৌকায় ভরসা নাই
কিরণ শেখ, রোডমার্চ বহর থেকে
(২ মাস আগে) ৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ৯:১৩ অপরাহ্ন

সুষ্ঠু নির্বাচন হলে গোপালগঞ্জসহ এই পুরো অঞ্চলে নৌকায় কোন ভরসা নাই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার রাতে মাদারীপুরের মস্তফাপুর ছোটব্রিজ সংলগ্ন জমাদ্দার মার্কেট মাঠে পথসভায় এ মন্তব্য করেন তিনি। এরআগে সকালে রাজবাড়ী গোয়ালন্দ মোড়ে প্রথম পথসভা, রাজবাড়ী সদর থানার বসন্তপুর মাঠে দ্বিতীয় সভা, ফরিদপুর রাজবাড়ী রাস্তার মোড়ে তৃতীয়, ফরিদপুর নগরকান্দার তালমা মোড়ে ৪র্থ এবং গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলায় পঞ্চম পদসভায় অনুষ্ঠিত হয়। বেলা ১২টা ১৮ মিনিটে শরীয়তপুরের উদ্দেশে রোডমার্চের গাড়ি ছাড়ে। উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন রোডমার্চের দলনেতা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক।
আমীর খসরু বলেন, গোপালগঞ্জসহ এই পুরো অঞ্চলে সুষ্ঠু নির্বাচন হলে নৌকায় কোন ভরসা নাই। সারাদেশের মতো এই অঞ্চল বেগম খালেদা জিয়ার, তারেক রহমানের, বিএনপির এবং ধানের শীষের। বাংলাদেশে যখনই কোন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে এখানে নৌকায় কোন আশা নাই। আওয়ামী লীগের কোন আশা নাই।
তিনি বলেন, আগামীদিনে ফরিদপুর বিভাগ নির্বাচনে (আওয়ামী লীগ) কোন আশা নাই। নৌকার কোন আশা নাই। দেশের মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় করার জন্য- আজকে ফরিদপুর বিভাগের মানুষ দেশের মানুষের সঙ্গে ঐকমত্য পোষণ করেছে।
নেতাকর্মীদের উদ্দেশে খসরু বলেন, নিজেদের ভিতরে যদি ছোট-খাটো বিভেদ থাকে সেগুলো ভুলে যেতে হবে।
১৩০ কিলোমিটার দীর্ঘ এ পথে নেতৃত্ব দেন আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। রোডমার্চটি রাজবাড়ী গোয়ালন্দ মোড় থেকে ফরিদপুর, গোপালগঞ্জ ও মাদারীপুর হয়ে শরীয়তপুর স্টেডিয়ামে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। মাদারীপুরের মস্তফাপুর ছোটব্রীজ সংলগ্ন জমাদ্দার মার্কেট মাঠে পথসভায় চলাকালীন সময়েই শরীয়তপুর স্টেডিয়ামে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। তার সমাপনী বক্তব্যে মধ্যে দিয়ে এই রোডমার্চ শেষ হয়।
মন্তব্য করুন
রাজনীতি থেকে আরও পড়ুন
রাজনীতি সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]