ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জগন্নাথপুরে দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক

(১১ মাস আগে) ৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ৯:০৮ অপরাহ্ন

mzamin

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় জগন্নাথপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল চারটায় জগন্নাথপুর পৌরশহরের হবিবপুর পশ্চিমপাড়া শাহী ঈদগাহ মাঠে যুক্তরাজ্য বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা, ক্যাবল ওয়ার্ড ইস্টলিহ টাউন কাউন্সিল ইউকের কাউন্সিলর ও মানবাধিকার কর্মী শের এম সাত্তার এবং জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর দক্ষিণপাড়ার কৃতি সন্তান আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. দুলদুল বারীর সৌজন্যে এবং আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়া বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল সৈয়দ আলী আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি নাদের আহমদ। জগন্নাথপুর উপজেলা যুবদল নেতা কৃতি ফুটবলার শামীনুর রহমানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আনছার মিয়া, উপজেলা  যুবদলের যুগ্ম আহবায়ক রুবেল আহমদ রাজা।  এসময় হবিবপুর এলাকার মুরব্বী কামরুজ্জামান, আবুতাহের, জগন্নাথপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কৃতি ফুটবলার সেলিম আহমদ,সাবেক সহ সভাপতি বাবর আহমদ বাবর, কলকলিয়া ইউনিয়ন যুবদলের আঙ্গুর মিয়া, পাটলী ইউনিয়ন যুবদলের রিপন মিয়া, যুবদল নেতা সৈয়দ শফিক মিয়া, হারুন মিয়া, ইউপি সদস্য নুরুল হক, ফয়জুল হক, সাজন মিয়া, শামীম মিয়া, শাহীন মিয়া, কুতুব উদ্দিন, রুবেল মিয়াসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status