রাজনীতি
তলে তলে আপস হয়ে গেছে: ওবায়দুল কাদের
স্টাফ রিপোর্টার
(২ মাস আগে) ৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ৮:১০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৪৪ অপরাহ্ন

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোথায় স্যাংশন, কোথায় ভিসানীতি, তলে তলে সবার সঙ্গে আপস হয়ে গেছে। নির্বাচন হবে, খেলা হবে। অক্টোবর থেকে খেলা শুরু। আগামী মাসে সেমিফাইনাল, জানুয়ারিতে ফাইনাল।
মঙ্গলবার সাভারের আমিন বাজারে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, এক সেলফি দিল্লিতে আরেক সেলফি নিউ ইয়র্কে। শেখ হাসিনা আর পুতুলের সঙ্গে জো বাইডেনের সেলফিতে দিল্লিতে বাজিমাত, এরপর নিউ ইয়র্ক। আমেরিকারও দিল্লিকে দরকার। দিল্লির সঙ্গে যুক্তরাষ্ট্র আছে। আমরা দিল্লির সঙ্গে আছি। প্রধানমন্ত্রী সবার সঙ্গে বন্ধুত্বের মাধ্যমে ভারসাম্য করে ফেলেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্য তিনি বলেন, তারেক রহমান মুচলেকা দিয়েছিলেন আর রাজনীতি করবে না। আরে কাপুরুষ সাহস থাকলে বাংলার মাটিতে আসেন। মায়ের অসুস্থতার জন্য আন্দোলন করবেন তো ঢাকার মাঠে এসে আন্দোলনের ডাক দেন। সাহস না থাকলে আন্দোলনের কথা কেন বলিস। কাপুরুষের আন্দোলন কোনো দিনও সফল হবে না। আওয়ামী লীগ কখনো হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না বলে দাবি করে ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়াকে একবারও কি কেউ হত্যা করতে গেছে? কারণ আওয়ামী লীগ হত্যার রাজনীতিতে বিশ্বাসী না, বিএনপি হত্যার রাজনীতি করে বলেই শেখ হাসিনাকে ২০ বার হত্যার চেষ্টা হয়েছে। দেশের মানুষ আওয়ামী লীগের উন্নয়নে আস্থা রেখেছে দাবি করে তিনি বলেন, নির্বাচন ছাড়া এ দেশের জনগণ আর কিছু চায় না, মার্কিন যুক্তরাষ্ট্রের জরিপই বলছে শতকরা ৭০ জন মানুষ নৌকায় ভোট দেবে। নির্বাচন আয়োজন বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলনের দম ফুরিয়ে গেছে, তারা যত ষড়যন্ত্র করুক না কেন যথাসময়েই নির্বাচন বাংলাদেশে হবেই। এ নিয়ে কোনো সন্দেহ নেই। নিষেধাজ্ঞা ও ভিসা নীতির পরোয়া আমরা করি না।
দেশের মানুষ নিত্যপণ্যের দামের কারণে কষ্টে আছে উল্লেখ করে তিনি বলেন, জিনিসপত্রের দাম একটু বেশি, এটা সারা দুনিয়াতেই বেশি। তবে নির্বাচনের আগে তা কমে আসবে। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
সমাবেশে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত
সকাল থেকে মনটা খুব খারাপ ছিল. ভাবলাম মোশারফ এর একটা কমেডি নাটক দেখি. বউ বলে এসব সস্তা কমেডি না দেখে কাকা বাবুর বক্তৃতা শুনলে আরো মজা পাবে . বউ এর খথা রাখলাম, এখন আমার মন অনেক ভালো !
Lol
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লকার থেকে সাড়ে ৫৫ কেজি স্বর্ণ হাওয়া হয়ে যাওয়ার ঘটনার রহস্য এক মাসেও উদঘাটন হয়নি।তলে তলে আপস হয়ে গেছে.এই সব ফাঁকা বুলি মাঠে ছেড়ে কোন লাভ হবে না ।
প্রমাণিত হলো, কারা বিদেশনির্ভর ও আপসকামী।
Please stop lying.....the people of Bangladesh are not fool.
এক জন বর্ষিয়ান রাজনীতিক অনভিজ্ঞ বাচালের মত কি সব খিস্তি খেউড় করেন নিজেও বুঝেন না।
এতদিন পর সত্য কথা! এ আওয়ামীলীগ পারে না এমন কোন কাজ নাই, নীতি - নৈতিকতা এগুলো সব পরে।
এই সব ফাঁকা বুলি মাঠে ছেড়ে কোন লাভ হবে না
আওয়ামি লীগ হত্যা ও প্রতিশোধের রাজনীতি করে।
তলে তলে বাঁশ খাচ্ছেন কিনা দেখেন। আমেরিকানদের বুদ্ধি আপনাদের চাইতে অনেক বেশী। যখন ব্যাথা লাগবে তখন বুঝবেন।
প্রধানমন্ত্রী লন্ডনে বসে বলেন স্যাংশন যদি আরো দে আমরাও দেব বাংলাদেশে বসে ওবায়দুল কাদের বলেন আমেরিকার সাথে তলে তলে সমঝোতা হয়ে গেছে,দলের প্রধান দুজনের কথা দু'রকমের তাহলে বুঝা যায় ডাল মে কুছ কালা হে,
শ্রিলংকায় চিনির দাম ৪৫টাকা
ওবায়দুল কাদেরের মিথ্যা মেশিন মিথ্যা বললে চার্জ হয়। তলে তলে কাজ করে ঘুষখোর ও ডাকাত। তার কথাতেই লুকিয়ে আছে ঘটনার শিকড়সূত্র, ভয় আতংক। মিথ্যা মেশিনের শর্ত হচ্ছে উল্টোকরে পড়তে হবে, হ্যাঁকে না, না-কে হ্যাঁ পড়তে হবে।
পাগলের সুখ মনে মনে
গোটা বক্তব্বই বিলাপ আর প্রলাপে ভরপুর! গোপনে কাম কাজ কেমনে ওপেনে হয়? বাংলার মানুষ জানে আপনারা দিল্লির জিঞ্জিরে বাঁধা গোলাম! ভোট চোরদের এবার যেতেই হবে!
আর কত সান্ত্বনা! লজ্জা হয়।
তলে তলেই তো নির্বাচন করে আসছেন, এ আর নতুন কি?
কি দিয়ে আপোষ হল,সেন্টমার্টিন দেন নাই তো?
যেদিন শুনবো আপনার উপর নিষেধাজ্ঞা দিয়েছে সেদিন বাঙলাদেশে ঈদ লাগবে। কী মজা হবে !
তলে তলে সব manage হলে ভিসা নীতির সমালোচনার কারণ বুঝলামনা। এইটা তো পরস্পর বিরোধী কথা হলো
রাতের আঁধারে আপোস হয়ে থাকলে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন কেন? বিএনপি তো এটাকে 'মিথ্যাচার' বলে প্রচার করবে।
যাক বাবা, যেহেতু কাদের সাহেব কহিয়াছেন যে তলেতলে আপোষ হয়েগেছে তাই নিশ্চিত হওয়া গেলো যে কোন আপোষতো হয়ই নাই বরং আওয়ামীলীগের খারাপ খবর আছে !!
তলে তলে আপোষ করবেন জনগনের ভোটাধিকার কেড়ে নিতে, ঐ চিন্তা বাদ দেন। গণতন্ত্রের জন্য যা করা দরকার তা হলো একটা নিরপেক্ষ নির্বাচন। তাতে ক্ষমতায় না আসতে না পারলেও সংখ্যাগরিষ্ঠ জনগনের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। তাতে আপনারাও সম্মানিত বোধ করবেন।নয়তো জোর করে অবৈধ উপায়ে যতই ক্ষমতা ভোগ করেন না কেন, জনগন আপনাদের ঘৃণা করবে ও অসম্মানের চোখেই দেখবে।
আর পারছিনা মাবুদ তুমিই আমাদের হেপাজত করো, আর কত কাল এদের অত্যাচার আমাদের সয্য করতে হবে।
প্রধানমন্ত্রী লন্ডনে বসে বলেন স্যাংশন যদি আরো দে আমরাও দেব বাংলাদেশে বসে ওবায়দুল কাদের বলেন আমেরিকার সাথে তলে তলে সমঝোতা হয়ে গেছে,দলের প্রধান দুজনের কথা দু'রকমের তাহলে বুঝা যায় ডাল মে কুছ কালা হে,
হে আল্লাহ এদের মতো মানুষ কেন বার বার ক্ষমতায় আসে ?
তলে তলে আপস হয়ে গেছে: ওবায়দুল কাদের। কতটা ছোট মনের মানুষ কাকু ছিঃ ছিঃ
আমেরিকারও দিল্লিকে দরকার। দিল্লির সঙ্গে যুক্তরাষ্ট্র আছে। আমরা দিল্লির সঙ্গে আছি: ওবায়দুল কাদের তাহলে কাদের সাহেব অভ্যন্তরীণ হস্তক্ষেপ ভুলে গেছেন? নিজ দেশের ক্ষমতায় থাকতে আপনারা কি দিলেন বঙ্গোপসাগর নাকি সেন্টমার্টিন দ্বীপ কোনটা, আপনার নেত্রী বলেছিল সেন্টমার্টিন দ্বীপ দিলে ক্ষমতায় থাকতে পারবে তাহলে তলে তলে আর কি কি দিয়েছে বলবেন কি?
আফসোস এত বড় একটা দলের সেক্রেটারি জেনারেল তার মুখের ভাষা।
এই সব ফাঁকা বুলি মাঠে ছেড়ে কোন লাভ হবে না । নিজেদের নেতাকর্মীদের মনোবল ধরে রাখার সস্তা স্ক্রিপ্ট তৈরী বরং সাপেবর হবে।
মন্তব্য করুন
রাজনীতি থেকে আরও পড়ুন
রাজনীতি সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]