বিবিধ
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার পেলেন টেকনো মিডিয়া
স্টাফ রিপের্টার
(১ বছর আগে) ৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ৬:৩৬ অপরাহ্ন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে শিল্প উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে শিল্প খাতের অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিতীয় বারের বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ১২টি শিল্পপ্রতিষ্ঠানকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২২’ প্রদান করা হয়েছে। আর এবার ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে তৃতীয় পুরস্কার জিতেছে দেশের অন্যতম ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান টেকনো মিডিয়া লিমিটেড।
আজ মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এর কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ। এ সময়ে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপিসহ অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন।
পুরস্কার গ্রহণ শেষে টেকনো মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ বলেন, রাষ্ট্রপতির এই পুরস্কার আমাদের প্রেরণা। এই পুরস্কার আমি আমার সকল কর্মীকে উৎসর্গ করলাম। যারা নিরলস পরিশ্রম করে টেকনো মিডিয়াকে এই পুরস্কার এনে দিয়েছেন।