বিনোদন
‘দেয়ালের দেশ’ এ রাজ-বুবলী, পোস্টারে করুণ প্রেক্ষাপট
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ৩:৫৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৫৮ অপরাহ্ন

‘দেয়ালের দেশ’ ছবির মাধ্যমে প্রথমবার জুটিবদ্ধ হয়েছেন শরিফুল রাজ-শবনম বুবলী। খুব শিগগির সিনেমাটি দেখতে পারবেন দর্শক! এরইমধ্যে সোমবার সন্ধ্যায় এলো এই ছবির ফার্স্টলুক পোস্টার! হিমাগারে পাটাতনে বেরিয়ে আছে শবনম বুবলী লাশ, তার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে বসে আছেন শরিফুল রাজ। এমন করুণ প্রেক্ষাপট ফুটে উঠেছে প্রকাশিত সেই পোস্টারে! গেল বছরের মার্চে চুপিসারে প্রথম লটের শুটিং শুরু হয় বুবলী-রাজ অভিনীত সরকারি অনুদানপ্রাপ্ত ‘দেয়ালের দেশ’ সিনেমার। বছরব্যাপী হয়েছে শুটিং। সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মিশুক মনি।এটি তার প্রথম চলচ্চিত্র।
গতকাল বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাজ-বুবলী সহ ছবির অন্যান্য শিল্পী ও কলাকুশলীদের নিয়ে উপস্থিত ছিলেন নির্মাতা। এসময় সিনেমার শুটিং অভিজ্ঞতা থেকে শুরু করে সার্বিক বিষয়ে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন সবাই। একেবারে নতুন পরিচালকের সিনেমার মধ্য দিয়ে জুটিবদ্ধ হওয়ার ঘটনার পেছনে ‘দেয়ালের দেশ’ এর চিত্রনাট্য মূল ভূমিকা রেখেছে বলেও এ সময় সাংবাদিকদের জানান বুবলী ও রাজ। বুবলী বলেন, সত্যি কথা বলতে মিশুক মনি ভাইকে আমি প্রথমে চিনতেই পারিনি। কিন্তু যখন তিনি গল্প শেয়ার করলেন, এবং পরবর্তীতে চিত্রনাট্য পড়লাম; তখন এটি না করার কোনো কারণ ছিলো না। অনুদানের ছবি নিয়ে এক ধরনের গৎবাঁধা চিন্তা আছে, এসবের বাইরে দুর্দান্ত গল্পের একটি চিত্রনাট্যে তৈরি হয়েছে ‘দেয়ালের দেশ’; এমনটাই জানালেন রাজ নিজেও। সিনেমাটির মুক্তির প্রাথমিক তারিখ ছিলো ২৭ অক্টোবর, তবে এই তারিখে সিনেমাটি মুক্তি দিতে চাইছেন না নির্মাতা। খুব শিগগির টিজার ও ট্রেলার প্রকাশের পর চূড়ান্ত তারিখ জানাবেন বলেও সংবাদ সম্মেলনে জানান মিশুক।