দেশ বিদেশ
শাহজালালের তৃতীয় টার্মিনাল ৭ই অক্টোবর উদ্বোধন
স্টাফ রিপোর্টার
৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আনুষ্ঠানিকভাবে আগামী ৭ই অক্টোবর উদ্বোধন হবে। বিমান চলাচল কার্যক্রম শুরু হতে আরও প্রায় এক বছর সময় লাগবে। ২০২৪ সালের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে এ টার্মিনাল থেকে ফ্লাইট চালু হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ৮৯ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। গতকাল শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বেবিচক চেয়ারম্যান। তিনি বলেন, আগামী ৭ই অক্টোবর টার্মিনালের আংশিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আগামী বছরের সেপ্টেম্বরের দিকে এটি ব্যবহার করতে পারবেন যাত্রীরা। এরমধ্যে বিমানবন্দরে যন্ত্রপাতি স্থাপনসহ পরিচালনার সব প্রস্তুতি নেয়া হবে।
তিনি বলেন, নির্ধারিত সময়ের আগে তৃতীয় টার্মিনালের মূল অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয়েছে। উদ্বোধনের আগেই ৯০ শতাংশ কাজ শেষ করতে পারবো। এরই মধ্যে বিমানবন্দরের ইমিগ্রেশন, বোর্ডিং ব্রিজ দৃশ্যমান হয়েছে।
পাঠকের মতামত
এ দেশের জনগণ উন্নয়নের দাবীদার। প্রজেক্ট ওপেন করে কমিশনটা রেখে কাজ করে সরকার গুলো। ইনকম্পলিড প্রজেক্ট উদ্বোধন মানে, ক্রেডিটটা নিজের হওয়া।
ব্যাবহারের উপযোগী না হলে উদবোধন করা একটি অযৌক্তিক কাজ।
বিমান চলাচল কার্যক্রম শুরু হতে আরও প্রায় এক বছর সময় লাগবে। তাহলে ৭ই অক্টোবর আনুষ্ঠানিকভাবে কেন উদ্বোধন হবে??
দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে । আলহামদুলিল্লাহ । ইচ্ছা থাকলে দেশের উন্নয়ন যে সম্ভব তা হাসিনা প্রমাণ করেছেন । আল্লাহ্ তাঁকে দীর্ঘ জীবি করুন এবং বারবার দেশের উন্নয়ন কাজ করার সুযোগ যেন হয় ।
মন্তব্য করুন
দেশ বিদেশ থেকে আরও পড়ুন
দেশ বিদেশ সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]