দেশ বিদেশ
শাহজালালের তৃতীয় টার্মিনাল ৭ই অক্টোবর উদ্বোধন
স্টাফ রিপোর্টার
৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবারহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আনুষ্ঠানিকভাবে আগামী ৭ই অক্টোবর উদ্বোধন হবে। বিমান চলাচল কার্যক্রম শুরু হতে আরও প্রায় এক বছর সময় লাগবে। ২০২৪ সালের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে এ টার্মিনাল থেকে ফ্লাইট চালু হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ৮৯ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। গতকাল শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বেবিচক চেয়ারম্যান। তিনি বলেন, আগামী ৭ই অক্টোবর টার্মিনালের আংশিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আগামী বছরের সেপ্টেম্বরের দিকে এটি ব্যবহার করতে পারবেন যাত্রীরা। এরমধ্যে বিমানবন্দরে যন্ত্রপাতি স্থাপনসহ পরিচালনার সব প্রস্তুতি নেয়া হবে।
তিনি বলেন, নির্ধারিত সময়ের আগে তৃতীয় টার্মিনালের মূল অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয়েছে। উদ্বোধনের আগেই ৯০ শতাংশ কাজ শেষ করতে পারবো। এরই মধ্যে বিমানবন্দরের ইমিগ্রেশন, বোর্ডিং ব্রিজ দৃশ্যমান হয়েছে। এই টার্মিনাল থেকে বছরে এক কোটি ২০ লাখ যাত্রী সেবা পাবেন। টার্মিনাল চালু হতে এক বছর সময় লাগলেও এর পার্কিংসহ অন্যান্য স্থাপনা ক্রমেই ব্যবহার করা যাবে। এ ছাড়া কিছুদিনের মধ্যেই টার্মিনালের পার্কিংয়ে বিমান রাখা হবে। এখানে একসঙ্গে ৩৭টি বিমান রাখা যাবে। এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, তৃতীয় টার্মিনালের সঙ্গে যোগাযোগ বা যাতায়াতের সব মাধ্যম যুক্ত করা হয়েছে। তৃতীয় টার্মিনালের সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুক্ত হয়েছে। প্রস্তাবিত কাওলা মেট্রোরেল স্টেশনের সঙ্গে টানেল নির্মাণ করা হবে। এখন টার্মিনাল অংশে তৈরি হওয়া টানেলের বিআরটি লাইনের সঙ্গেও যাতে সংযোগ দেয়া যায় সে ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।