অনলাইন
আমার মনে হয়, ভিসা নীতি নিয়ে সবই অতিরঞ্জিত: স্বরাষ্ট্রমন্ত্রী
স্টাফ রিপোর্টার
(২ মাস আগে) ২ অক্টোবর ২০২৩, সোমবার, ৬:১৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৫৫ অপরাহ্ন

ভিসা নীতির লিস্ট আমরা পাইনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যেগুলো হচ্ছে, আমার মনে হয় এগুলো সবই অতিরঞ্জিত এবং সত্যি ঘটনা নয় এগুলো।
সোমবার সচিবালয়ে ভিসা নীতি কাদের ওপর প্রয়োগ হচ্ছে এর কোনো তালিকা পাওয়া গেছে কি না জানতে চাইলে তিনি এসব কথা বলেন।
দেশ থেকে কেউ অর্থ পাচার করে বিদেশে নিয়ে গেলে সরকার খতিয়ে দেখবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অনেক প্রতিবেদনে এসেছে যে, পুলিশ কর্মকর্তা অনেকের বাড়ি আছে যুক্তরাষ্ট্রে। এই বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কীভাবে দেখছে জানতে চাইলে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের কাছে এ ধরনের সংবাদ নেই। আমরা শুনি। আমরা তো শুনি সবারই আছে! সবার মানে অনেকের আছে। ব্যবসায়ীদের আছে, সাংবাদিক ভাইদেরও আছে। পুলিশেরও শুনছি থাকতে পারে। সেখানে তো অনেকের কাছেই যাওয়ার একটা জায়গা, বাসস্থান। সে জন্য অনেকে যান, অনেকে হয়ত বাড়ি করেছেন।
বিএনপি বলেছে আগামীতে সরকার পতনের এক দফার দাবিতে অনুষ্ঠেয় কর্মসূচির অনুমতি নেবে না এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি এখনও বলছি, সবাইকে নিয়ম মেনে চলতে। নিয়ম মেনে না চললে অনিয়মের জন্য আইন-শৃঙ্খলা বাহিনী যা করার করবে।
পাঠকের মতামত
আপনি তো কানা। এর আগে এক শিশু গর্তে পড়লো, আপনি ভাষণ দিলেন, ‘কোনো শিশু গর্তে পড়েনি”। পরবর্তীতে মৃত অবস্থায় স্থানীয় লোক ঐশিশুকে গর্ত থেকে বের করলো। আপনার মূল্যায়নের দাম আছে নাকি ?
মন্তব্য করুন
অনলাইন থেকে আরও পড়ুন
অনলাইন সর্বাধিক পঠিত
ইন্ডিয়া টুডে'র প্রতিবেদন/ বাংলাদেশে 'দুই বেগমের যুদ্ধে' ভারত-চীন এক শিবিরে, যুক্তরাষ্ট্র অন্যদিকে
দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ/ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]