রাজনীতি
খালেদা জিয়াকে চিকিৎসা না দেয়ার দায়িত্ব প্রধানমন্ত্রী নিজের হাতে নিয়েছেন: আমীর খসরু
অনলাইন ডেস্ক
(১ বছর আগে) ৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৪:৫৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন
খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে হলে জেলে গিয়ে আদালতের অনুমতি নিতে হবে প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই প্রত্যাখ্যানের মাধ্যমে খালেদা জিয়াকে চিকিৎসা না দেয়ার দায়িত্ব নিজের হাতে নিয়েছেন। শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছেন, তা তাকে তার পরিণতির দিকে নিয়ে যাবে। শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমানের বিরুদ্ধে মামলা ও সাজার প্রতিবাদে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য এবং সাবেক ছাত্রনেতাদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর সমালোচনা করে আমীর খসরু বলেন, আমেরিকায় বসে বলছেন, আমেরিকায় না গেলে কী হবে। সব দেশের সরকার প্রধানেরা বক্তব্য দিয়ে বাড়ি চলে গেছেন, উনি ওখানে বসে কী করছেন।
তিনি আরও বলেন, উনার মন্ত্রীরা, সরকারি কর্তারা বলছেন, আমেরিকা না গেলে কী হবে। আপনার আমেরিকা যাওয়া নিয়ে চিন্তা নয়, দেশের ১৮ কোটি মানুষের জন্য চিন্তার বিষয়। এসব দেশের সঙ্গে সবচেয়ে বেশি ব্যবসা হয়। গার্মেন্টসের বড় রপ্তানি হয় আমেরিকায়। রপ্তানি বন্ধ হলে একজন গার্মেন্টস কর্মীরও চাকরি থাকবে না। এর সঙ্গে অর্থনৈতিক ও মানবিক সম্পর্ক। আওয়ামী লীগ সরকারের ভোট চুরির প্রকল্প হিসেবে খালেদা জিয়া, আমান উল্লাহ আমানসহ হাজার হাজার নেতাকর্মীরা জেলে আছেন বলে অভিযোগ করেন আমীর খসরু।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য ক্রমে খারাপের দিকে যাচ্ছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, তাঁকে মুক্তি দিচ্ছে না, বাইরের চিকিৎসা থেকে বঞ্চিত করছে। সভাপতির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান বলেন, খালেদা জিয়াকে হত্যা করার ষড়যন্ত্র করছে সরকার। তাঁকে মুক্ত করতে হলে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন দলের জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, বিএনপির মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন, নাজিমউদ্দিন আলম প্রমুখ।