দেশ বিদেশ
বিএনপি’র সমাবেশ করতে কারও অনুমতি লাগবে না - আমীর খসরু মাহমুদ চৌধুরী
স্টাফ রিপোর্টার, সাভার থেকে
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীতে বিএনপি’র সমাবেশ করতে আর কারও অনুমতি লাগবে না। তারেক জিয়ার নির্দেশেই বিএনপি’র নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে। যা কিছু ফায়সালা হওয়ার রাজপথেই হবে। গত বৃহস্পতিবার বিকালে সাভারের আমিনবাজার এলাকায় ঢাকা জেলা বিএনপি’র আয়োজনে বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি ও অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের একদফা দাবিতে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি গণতান্ত্রিক দল, তাই আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গত ২৫শে সেপ্টেম্বর এখানে আমাদের সমাবেশের অনুমতি দেয়া হয়েছিল। আমাদের নেতাকর্মীরা স্টেজ তৈরি করেছিল। কিন্তু হঠাৎ ভোররাতে পুলিশ এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের মঞ্চ ভেঙে দেয়ায় সমাবেশ স্থগিত করা হয়েছিল।
তাই আগামীতে বিএনপি’র সমাবেশ করতে আর কারও অনুমতি নিবেন না। আরও বলেন, বিএনপি সেলফি রাজনীতি করে না, দেশের মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করে। এসব সেলফি তুলেও বর্তমানে কোনো কাজ হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে প্রোগ্রাম শেষ করে সব দেশের লোকজন দেশে চলে গেলেও।
সমাবেশে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমানে জেলা বিএনপি’র পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, ঢাকা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, বেগম সুলতানা আহমেদ, মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা, সাভার পৌর বিএনপি’র সভাপতি বদিউজ্জামান বদির, ধামরাই থানা বিএনপি’র সভাপতি তমিজ উদ্দিন, ঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ, জামাল উদ্দিন সরকারসহ ঢাকা জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত
গনতান্ত্রিক আন্দলন চালিয়ে যান, জয় দেশের হবেই হবে।
মন্তব্য করুন
দেশ বিদেশ থেকে আরও পড়ুন
দেশ বিদেশ সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]