বিনোদন
মঞ্চে ‘হ্যামলেট মেশিন’
স্টাফ রিপোর্টার
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবারনাটক পাড়ার নতুন দল এক্টোম্যানিয়া। তারা মঞ্চে এনেছেন হাইনার ম্যুলারের কালজয়ী নাটক ‘হ্যামলেট মেশিন’। নাটকটি এ নাট্যদেলের প্রথম প্রযোজনা। আগামী ৪ঠা অক্টোবর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির মঞ্চায়ন হবে। নাটকটি অনুবাদ করেছেন অধ্যাপক কবীর চৌধুরী। আর নির্দেশনা দিয়েছেন নওরীন সাজ্জাদ। এতে অভিনয় করেছেন দলের একঝাঁক নবীন-প্রবীণ অভিনেতা-অভিনেত্রী।