বিশ্বজমিন
পোল্যান্ডে আঘাত হানা মিসাইল ইউক্রেন ছুঁড়েছিল: ওয়ারশ
মানবজমিন ডেস্ক
(১১ মাস আগে) ২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ৩:৫৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩৭ অপরাহ্ন
গত বছরের নভেম্বরে পোল্যান্ডে যে মিসাইল হামলা হয়েছিল তা ইউক্রেন ছুঁড়েছিল। ওই মিসাইল হামলা নিয়ে এতদিন ধরে চলমান তদন্ত শেষ করেছে পোল্যান্ড। আর তাতেই জানা গেছে, এস-৩০০ মিসাইল সিস্টেম থেকে ওই মিসাইলটি নিক্ষেপ করেছিল ইউক্রেন। এতে পোল্যান্ডের দুই নাগরিক নিহত হয়েছিলেন। কিন্তু এ নিয়ে তদন্তে ইউক্রেন মোটেও সহায়তা করেনি বলে তদন্ত রিপোর্টে জানানো হয়েছে।
আরটি জানিয়েছে, বৃহস্পতিবার পোল্যান্ডের বিচারমন্ত্রী জবিগ্নিউ জিবোরো পোল্যান্ডের শহর লুবলিনে এক সংবাদ সম্মেলন করে তদন্তের এই ফলাফল ঘোষণা করেন। এতে তিনি বলেন, পোলিশ প্রসিকিউটরদের দ্বারা পরিচালিত তদন্ত থেকে চূড়ান্তভাবে জানা গেছে যে, ওই মিসাইলটি ছিল ইউক্রেনীয়। এটি খুব সম্ভবত সোভিয়েত আমলের একটি মিসাইল, আবার এটি রাশিয়ার তৈরিও হতে পারে। কিন্তু এটি যে ইউক্রেনের সেনারা ছুড়েছে তা নিশ্চিত হওয়া গেছে।
এদিকে ওই মিসাইল হামলার পর রাশিয়ার ঘারে দায় চাপাতে চেয়েছিল ইউক্রেন। এমনকি ন্যাটো দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে সম্মিলিত আক্রমণের জন্য চাপও দিচ্ছিল দেশটি। যদিও পোল্যান্ডের তদন্ত বলছে, ওই মিসাইলটি ইউক্রেন নিজেই ছুঁড়েছিল। পোলিশ মন্ত্রী জিবোরো আরও জানান, প্রায় এক বছর ধরে চলা এই তদন্তের সময় কিয়েভ অত্যন্ত অসহযোগী আচরণ করেছে। ইউক্রেনের সরকারের নীতির কারণেই তাদের বাহিনীগুলো তদন্তে কোনো সহায়তা করেনি।
তিনি বলেন, মাসের পর মাস ধরে ইউক্রেন থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি। আমি মনে করি না প্রসিকিউটর পর্যায় থেকে এমন সিদ্ধান্ত এসেছে। আমার বিশ্বাস, ইউক্রেনের সর্বোচ্চ রাজনৈতিক পর্যায় থেকে এসব নির্দেশ এসেছে। তিনি আরও বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যে ইউক্রেনকে বিপুল পরিমাণ সহায়তা পাঠিয়েছে পোল্যান্ড। তাই তাদের এমন আচরণ পোল্যান্ডের জন্য অত্যন্ত দুঃখজনক।