ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

পোল্যান্ডে আঘাত হানা মিসাইল ইউক্রেন ছুঁড়েছিল: ওয়ারশ

মানবজমিন ডেস্ক

(১১ মাস আগে) ২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ৩:৫৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩৭ অপরাহ্ন

mzamin

গত বছরের নভেম্বরে পোল্যান্ডে যে মিসাইল হামলা হয়েছিল তা ইউক্রেন ছুঁড়েছিল। ওই মিসাইল হামলা নিয়ে এতদিন ধরে চলমান তদন্ত শেষ করেছে পোল্যান্ড। আর তাতেই জানা গেছে, এস-৩০০ মিসাইল সিস্টেম থেকে ওই মিসাইলটি নিক্ষেপ করেছিল ইউক্রেন। এতে পোল্যান্ডের দুই নাগরিক নিহত হয়েছিলেন। কিন্তু এ নিয়ে তদন্তে ইউক্রেন মোটেও সহায়তা করেনি বলে তদন্ত রিপোর্টে জানানো হয়েছে। 

আরটি জানিয়েছে, বৃহস্পতিবার পোল্যান্ডের বিচারমন্ত্রী জবিগ্নিউ জিবোরো পোল্যান্ডের শহর লুবলিনে এক সংবাদ সম্মেলন করে তদন্তের এই ফলাফল ঘোষণা করেন। এতে তিনি বলেন, পোলিশ প্রসিকিউটরদের দ্বারা পরিচালিত তদন্ত থেকে চূড়ান্তভাবে জানা গেছে যে, ওই মিসাইলটি ছিল ইউক্রেনীয়। এটি খুব সম্ভবত সোভিয়েত আমলের একটি মিসাইল, আবার এটি রাশিয়ার তৈরিও হতে পারে। কিন্তু এটি যে ইউক্রেনের সেনারা ছুড়েছে তা নিশ্চিত হওয়া গেছে। 

এদিকে ওই মিসাইল হামলার পর রাশিয়ার ঘারে দায় চাপাতে চেয়েছিল ইউক্রেন। এমনকি ন্যাটো দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে সম্মিলিত আক্রমণের জন্য চাপও দিচ্ছিল দেশটি। যদিও পোল্যান্ডের তদন্ত বলছে, ওই মিসাইলটি ইউক্রেন নিজেই ছুঁড়েছিল। পোলিশ মন্ত্রী জিবোরো আরও জানান, প্রায় এক বছর ধরে চলা এই তদন্তের সময় কিয়েভ অত্যন্ত অসহযোগী আচরণ করেছে। ইউক্রেনের সরকারের নীতির কারণেই তাদের বাহিনীগুলো তদন্তে কোনো সহায়তা করেনি।

তিনি বলেন, মাসের পর মাস ধরে ইউক্রেন থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি। আমি মনে করি না প্রসিকিউটর পর্যায় থেকে এমন সিদ্ধান্ত এসেছে। আমার বিশ্বাস, ইউক্রেনের সর্বোচ্চ রাজনৈতিক পর্যায় থেকে এসব নির্দেশ এসেছে। তিনি আরও বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যে ইউক্রেনকে বিপুল পরিমাণ সহায়তা পাঠিয়েছে পোল্যান্ড। তাই তাদের এমন আচরণ পোল্যান্ডের জন্য অত্যন্ত দুঃখজনক।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

বিবিসির প্রতিবেদন/ হাসিনাকে নিয়ে দ্বিধায় দিল্লি!

ইউক্রেন, গাজা ও বাংলাদেশ পরিস্থিতি বিশ্লেষণের আহ্বান/ সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন রাজনাথ

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status