বিশ্বজমিন
রাশিয়ার শীর্ষ অ্যাডমিরালকে হত্যার দাবি ইউক্রেনের, এদিকে দিব্যি বৈঠক করে চলেছেন তিনি
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৬:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৩৯ পূর্বাহ্ন

রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের কম্যান্ডার অ্যাডমিরাল ভিক্টোর সকোলভকে হত্যার দাবি করেছে ইউক্রেন। সোমবার ইউক্রেনের স্পেশাল ফোর্স দাবি করে যে, গত সপ্তাহে সেভাস্তোপোলে এক হামলায় নিহত হয়েছেন ভিক্টোর। কিন্তু মঙ্গলবারই দেখা গেলো তিনি পুরোপুরি সুস্থ আছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত বৈঠকেও উপস্থিত হন তিনি। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, ভিক্টোর সকোলভ ক্রাইমিয়া অঞ্চলে রাশিয়ার শীর্ষ অ্যাডমিরাল। তার দায়িত্বেই রয়েছে দেশটির গুরুত্বপূর্ণ ব্ল্যাক সি ফ্লিট। তাকে হত্যার দাবি করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিল ইউক্রেন। যদিও এক দিনের মাথায়ই তাকে দেখা গেলো নিয়মিত বৈঠকে অংশ নিচ্ছেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু এবং রুশ সামরিক বাহিনীর প্রধানেরা।
রাশিয়াকে সাধারণত ইউক্রেনের সঙ্গে বাকযুদ্ধে অংশ নিতে দেখা যায় না। এর আগে ইউক্রেন যখন ভিক্টোর সকোলভকে হত্যায় সক্ষম হওয়ার দাবি করছিল তখনও এ নিয়ে চুপ ছিল রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
এদিকে মঙ্গলবারের বৈঠকে রুশ প্রতিরক্ষামন্ত্রী শইগু জানান, শুধু সেপ্টেম্বর মাসেই ইউক্রেনের ১৭ হাজার সেনা নিহত হয়েছে। পুরো ফ্রন্টলাইনজুড়েই ইউক্রেনীয় সেনারা ধুকছে। ইউক্রেনের কাউন্টার অফেন্সিভে এখন পর্যন্ত কোনো অর্জন নেই। তারা অপ্রশিক্ষিত মানুষদের অর্থহীনভাবে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।
ইউক্রেন নিজের যে ম্যাপ দাবি করে তার ১৮ শতাংশ এখন রাশিয়ার দখলে। গত ৪ই জুন রুশদের হটিয়ে দেয়ার লক্ষ্যে কাউন্টার অফেন্সিভ শুরু করে ইউক্রেন। রাশিয়ার দাবি, ইউক্রেনের কাউন্টার অফেন্সিভ পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং ইউক্রেনের সেনারা খামোখা প্রাণ দিচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বেলফার সেন্টার জানিয়েছে, গত এক মাসে রাশিয়া ইউক্রেনের থেকে দখল করেছে ৩৫ বর্গমাইল এলাকা। আর অপরদিকে ইউক্রেন দখল করেছে ১৬ বর্গমাইল এলাকা। সর্বোচ্চ শক্তি প্রয়োগের পরেও যুদ্ধে ইউক্রেনের এমন ফলাফল নিয়ে হতাশা দেখা যাচ্ছে পশ্চিমা মিত্রদের মধ্যেও।