অনলাইন
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য আদালতের অনুমতির প্রয়োজন নেই-শাহদীন মালিক
স্টাফ রিপোর্টার
(২ মাস আগে) ২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ১০:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:২৬ অপরাহ্ন

সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক বলেছেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আদালতের আলাদা অনুমতির কোনো প্রয়োজন নেই। কারণ তার মুক্তি দেয়া হয়েছে নির্বাহী আদেশ অনুযায়ী। কাজেই বাকি সব পদক্ষেপও এই আদেশের আওতাতেই হওয়া সম্ভব। তিনি বলেন,
ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী, সরকার চাইলে শর্ত সাপেক্ষে বা শর্ত ছাড়া যেকোনো বন্দীকে মুক্তি দিতে পারে। বিবিসি বাংলাকে খ্যাতিমান এ আইনজীবী এসব কথা বলেন।
খালেদা জিয়াকে প্রথম মুক্তি দেয়া হয়েছে দুটি শর্ত দিয়ে। তার মধ্যে একটি হচ্ছে তিনি বাড়িতে থাকবেন এবং দ্বিতীয়টি হচ্ছে তাকে দেশেই চিকিৎসা নিতে হবে।
শাহদীন মালিকের মতে, আইনমন্ত্রী যা বলছেন যে শর্ত পরিবর্তন করা যাবে না, সেটা আসলে এরইমধ্যে পাঁচবার বদলানো হয়েছে।
“প্রথমে তো ছয় মাসের মুক্তি দিয়েছে, তারপর সেটা যখন আবার ছয় মাসের জন্য বাড়াচ্ছে সেটার জন্য তো নতুন করে নির্বাহী আদেশ হচ্ছে, তার মানে সিম্পলি সরকার চাইলে ঢাকায় চিকিৎসা করার জায়গায় ঢাকা শব্দটা বাদ দিলেই হলো,” তিনি বলেন।
এটা আদালতের ব্যাপার নয় উল্লেখ করে আইন বিশেষজ্ঞ ড. মালিক বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত এরই মধ্যে তার রায় দিয়েছেন। আদালতের কাছে কয়েক বার তার জামিনও চাওয়া হয়েছে এবং সেটি নাকচ করা হয়েছে। তার মানে আদালতের ‘চ্যাপ্টার’ সেখানেই শেষ হয়ে গেছে।
“আদালতে হয়তো যাওয়া যায়, কিন্তু এটা তো আদালতের ব্যাপার না, কারণ আদালত তো তাকে মুক্তি দেয় নাই। তাকে মুক্তি দেয়া হয়েছে নির্বাহী আদেশে।”
পাঠকের মতামত
সরকার চাইলেই বিদেশে পাঠাতে পারে, এখানে আইনের দোহাই অযুহাত মাত্র।
সরকার চাইলেই বিদেশে পাঠাতে পারে, এখানে আইনের দোহাই অযুহাত মাত্র।
অন্য কেউ এই অবস্থায় হলে দেশে আরেকটি ১/১১ হয়ে যেতো । কি একটা দেশে আছি আমরা সবাই চোখ মুখ বন্ধ করে চামচামিতে ব্যাস্ত.
অন্য কেউ এই অবস্থায় হলে দেশে আরেকটি ১/১১ হয়ে যেতো । কি একটা দেশে আছি আমরা সবাই চোখ মুখ বন্ধ করে চামচামিতে ব্যাস্ত.........
হয়তো একদিন আইন মন্ত্রীও এমন এক জটিলতায় পড়বে সেইদিন মনেহয় খুব বেশি দূরে নয়।
যুক্তিটি অকাট্য এবং ন্যায়সঙ্গত। আইন মন্ত্রী আইনসম্মত কথা না বলে রাজনৈতিক বক্তব্য বেশি দেয় । আইন তার হাত পা বেঁধে রেখেছে শুধু মুখ খোলা !
মানবিক দৃষ্টিকোণ থেকে একজন মৃত্যুপথযাত্রীকে সুস্থ করে তুলতে উন্নত চিকিৎসার জন্য জন্য তাঁকে বিদেশ পাঠাতে মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং এর ব্যবস্থা করলে যুগযুগ একটি উপমা হয়ে থাকবে। ব্যবস্থা না করলেও উপমা হয়ে থাকবে। তবে মনে রাখতে হবে ক্ষমতা চিরস্থায়ী নয়।
যুক্তিটি অকাট্য এবং ন্যায়সঙ্গত। সরকার চাইলেই বিদেশে পাঠাতে পারে, এখানে আইনের দোহাই অযুহাত মাত্র।
You are absolutely right my dear lawyer.
ড. শাহদীন মালিক আইন জানেন না!মস্ত বড় আইনবিদ,আনিসুল হক,কাজল,খোরশেদ আলম খান এদের কথায় বিচার বিভাগ চলে।চিকিৎসার জন্য আইন শুধু ভিসা নীতির দেশে?
একদম যুক্তিসঙ্গত ।
মন্তব্য করুন
অনলাইন থেকে আরও পড়ুন
অনলাইন সর্বাধিক পঠিত
ইন্ডিয়া টুডে'র প্রতিবেদন/ বাংলাদেশে 'দুই বেগমের যুদ্ধে' ভারত-চীন এক শিবিরে, যুক্তরাষ্ট্র অন্যদিকে
দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ/ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]