ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

বই বিষয়ক ত্রৈমাসিক ‘এবং বই’-এর ১৭তম সংখ্যা প্রকাশিত

অনলাইন ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার
mzamin

লেখক ও গবেষক ফয়সাল আহমেদ সম্পাদিত বই বিষয়ক  ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘এবং বই’-এর ১৭তম সংখ্যা (৫ম বর্ষ, ৩য় সংখ্যা) প্রকাশিত হয়েছে। এতে রয়েছে প্রবন্ধ, বই আলোচনা, সাক্ষাৎকার, পাঠ-প্রতিক্রিয়া ও সাহিত্য সংবাদ। বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবর্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে চলতি সংখ্যার প্রচ্ছদ তৈরি করা হয়েছে। প্রচ্ছদে আলোকচিত্রী শহিদুল আলমের তোলা এস এম সুলতানের ছবিটি ব্যবহার করা হয়েছে। এ ছাড়াও ‘শতবর্ষে সুলতান’ শিরোনামে লেখক ধ্রুব সাদিকের একটি রচনা রয়েছে পত্রিকাটির শুরুতেই। 
এই সংখ্যায় ভাষা বিষয়ক দশটি গুরুত্বপূর্ণ বই নিয়ে দীর্ঘ নিবন্ধ লিখেছেন আভিধানিক ও প্রাবন্ধিক রাজীব কুমার সাহা, প্রিয় দশ বই নিয়ে লিখেছেন সাংবাদিক ও গবেষক আমীন আল রশীদ। এ ছাড়াও রয়েছে ভারতীয় কথাসাহিত্যিক সাধন চট্টোপাধ্যায়ের  একটি দীর্ঘ সাক্ষাৎকার। সাক্ষাৎকারে ওঠে এসেছে তার লেখালেখি,  দেশভাগ ও সমকালীন সাহিত্যের নানা প্রসঙ্গ। বই আলোচনা লিখেছেন কথাশিল্পী আহমদ বশীর, অনুবাদক ও সমালোচক আলম খোরশেদ, সম্পাদক, গবেষক ড. কাজল রশীদ শাহীন, লেখক রাকিবুল রকি, শফিক হাসান ও জোবায়ের মিলন। ১২৮ পৃষ্ঠার ‘এবং বই’-এর মূল্য ১০০ টাকা। চিত্রকর সব্যসাচী হাজরার করা নামলিপিতে প্রচ্ছদ করেছেন রহিম রানা। সম্পাদক ও প্রকাশক ফয়সাল আহমেদ বলেন, খানিকটা বিলম্বে হলেও প্রতীক্ষায় থাকা প্রিয় পাঠকের হাতে প্রতিনিয়ত নতুনত্বে ভরপুর একটি সংখ্যা তুলে দিতে পেরে আমরা আনন্দিত হই। আমরা মনে করি এবং বইয়ের এই নিয়মিত প্রকাশনার মূল শক্তি পাঠক। তারা পাশে আছেন বলেই এবং বই এখনো টিকে আছে। আমরা চাই এবং বই হয়ে ওঠুক লেখক-পাঠক ও প্রকাশকের প্রিয় প্ল্যাটফরম। এবং বই ছড়িয়ে পড়ুক দেশ ছাড়িয়ে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীদের হাতে হাতে।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status