খেলা
‘বাবা হওয়ার পর আমার ভালো যাচ্ছে’
স্পোর্টস রিপোর্টার
২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার
১৪ই জুলাই ২০২০-এ বিয়ে করেন নাজমুল হোসেন শান্ত। বাবা হন ২৫শে আগষ্ট ২০২৩। আর এখান থেকেই ভাগ্য বদলাতে শুরু করে তার। জাতীয় দলে ২০১৮-তে অভিষেক হওয়া এই ক্রিকেটার টানা ৪ বছর দলে সুযোগ পেয়েও নিজের যোগ্যতার প্রমাণ রাখতে ব্যর্থ হন। এ সময়টাতে তাকে নিয়ে সর্বত্র যে ট্রল শুরু হয়েছিল তাতে তার ভেঙে পড়ারই কথা। কিন্তু হাল ছাড়েননি শান্ত। ২০২৩ এর মার্চে তিনি প্রথম ফিফটির সন্ধান পান। এর আগে ১৫ ইনিংসে তার ব্যাট থেকে সর্বোচ্চ সংগ্রহ ৩৮ রানের। এরপর ১২ ইনিংসে তিনি ৪ ফিফটি আর দুই সেঞ্চুরির দেখা পান। তাই শান্ত মনে করেন তার সন্তানই বদলে দিয়েছে ভাগ্য।
সাকিবের অধিনায়কত্ব উপভোগ করেন শান্ত
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। দেশের ক্রিকেটে ১৬তম ওয়ানডে অধিনায়ক হতে যাচ্ছেন তিনি। নিয়মিত অধিনায়ক সাকিব ও সহ অধিনায়ক লিটন দাস না থাকায় অধিনায়কত্ব দেওয়া হয়েছে শান্তকে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সাকিবের অধিনায়কত্ব উপভোগ করার কথা জানান তিনি।
শান্ত বলেন, ‘আমার সব সময় পছন্দের ক্রিকেটার সাকিব ভাই। এম এস ধোনিকে সবাই পছন্দ করে। সাকিব ভাইয়ের অধিনায়কত্ব বলেন, পরিকল্পনা, মাঠে সবাইকে নিয়ন্ত্রণ করা, আমি খুবই উপভোগ করি।’
জাতীয় দল ছাড়াও বিপিএলে সাকিবের অধীনে খেলার অভিজ্ঞতা রয়েছে শান্তর। সেই অভিজ্ঞতায় তিনি বলেন, ‘বিপিএলে তাঁর অধীনে খেলার সময় আমি অনেক কিছু শিখেছি। চেষ্টা করব আমার যা অভিজ্ঞতা আছে আর বড় ভাইদের থেকে যে জিনিস শিখেছি, মাঠে ছোট ছোটভাবে কাজে লাগাতে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচের জন্য বাংলাদেশের স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, মুশফিকুর রহীম, শরীফুল ইসলাম, ও মেহেদী হাসান মিরাজ ফিরেছেন দলে। প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। আগামীকাল সিরিজ বাঁচাতে মাঠে নামবে বাংলাদেশ। নিশ্চিত শান্তও চাইবেন নেতৃত্বের অভিষেকটা জয় দিয়েই রাঙাতে।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]