খেলা
১৫ বছরের অপেক্ষা ঘোচাতে চায় কিউইরা
স্পোর্টস রিপোর্টার
২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবারতিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ভেসে গেছে বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে নিউজিল্যান্ড। যেটা কিনা ২০০৮ সালের পর বাংলাদেশের মাটিতে কিউইদের প্রথম ওয়ানডে জয়। সর্বশেষ চট্টগ্রামে টাইগারদের ৭৯ রানে হারিয়েছিল তারা। এবার নিউজিল্যান্ডের সামনে ১৫ বছর পর সিরিজ জয়ের সম্ভাবনা।
ঘরের মাঠে ২০১০ ও ২০১৩ সালে টানা দুই সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করে টাইগাররা। এরপর ১০ বছরের বেশি সময় পর এবারই প্রথম ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড। এর মধ্যে ২০২১ সালে টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসে ৩-২ ব্যবধানে হেরেছিল কিউইরা। গতকাল সংবাদ সম্মেলনে নিকোলস বলেন, ‘এখানে আসার পর সব ম্যাচেই জয়ের লক্ষ্য ছিল। এখনও আমরা সেই আশা করি। আমর জানি এখানে খেলা কতটা কঠিন, শেষ দুই সিরিজে হেরেছি আমরা।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]