খেলা
১৫ বছরের অপেক্ষা ঘোচাতে চায় কিউইরা
স্পোর্টস রিপোর্টার
২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবারতিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ভেসে গেছে বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে নিউজিল্যান্ড। যেটা কিনা ২০০৮ সালের পর বাংলাদেশের মাটিতে কিউইদের প্রথম ওয়ানডে জয়। সর্বশেষ চট্টগ্রামে টাইগারদের ৭৯ রানে হারিয়েছিল তারা। এবার নিউজিল্যান্ডের সামনে ১৫ বছর পর সিরিজ জয়ের সম্ভাবনা।
ঘরের মাঠে ২০১০ ও ২০১৩ সালে টানা দুই সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করে টাইগাররা। এরপর ১০ বছরের বেশি সময় পর এবারই প্রথম ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড। এর মধ্যে ২০২১ সালে টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসে ৩-২ ব্যবধানে হেরেছিল কিউইরা। গতকাল সংবাদ সম্মেলনে নিকোলস বলেন, ‘এখানে আসার পর সব ম্যাচেই জয়ের লক্ষ্য ছিল। এখনও আমরা সেই আশা করি। আমর জানি এখানে খেলা কতটা কঠিন, শেষ দুই সিরিজে হেরেছি আমরা। একটি দল হিসেবে আগামীকাল আমরা এটি (সিরিজ জয়) করতে চাই। দল যাই হোক সেটা কন্ডিশন পরিবর্তন করে না, সবাই নিজের ভূমিকা জানে কিনা সেটাই ব্যাপার। আমাদের দলের জন্য এখানে সিরিজ জয়ের এটা দারুণ সুযোগ।’ সফরকারী দলের জন্য মিরপুরের উইকেট সবসময় বাড়তি চ্যালেঞ্জ। এই সিরিজেও প্রথম দুই ম্যাচে আলাদা উইকেটে খেলা হয়েছে। এ বিষয়ে নিকোলস বলেন, ‘প্রথম দুই ম্যাচে আলাদা উইকেট ছিল। প্রথম ম্যাচে উইকেট একটু বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে। দ্বিতীইয় ম্যাচের তুলনায় স্পিনও বেশি ছিল। দ্বিতীয় ম্যাচের উইকেট আমাদের কাছে ভালো মনে হয়েছে। আমরা ২৫০ রান করেছিলাম যেটা পার স্কোর ছিল। প্রথম ম্যাচে ৪২ ওভারে ১৮০ রান যথেষ্ট মনে হয়েছিল। এটাই এখানে খেলার বড় চ্যালেঞ্জ, কত রান আসলে জয়ের জন্য যথেষ্ট!’