ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

বরেণ্য সাংবাদিক আতাউস সামাদের মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার
২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার
mzamin

বরেণ্য সাংবাদিক আতাউস সামাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ বাদ আসর জাতীয় প্রেস ক্লাবে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। কিংবদন্তি এই সাংবাদিকের জন্ম ১৯৩৭ সালের ১৬ই নভেম্বর। ১৯৬০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। আতাউস সামাদের সাংবাদিকতায় হাতেখড়ি ১৯৫৬ সালে সাপ্তাহিক সচিত্র সন্ধানীতে। দীর্ঘ কর্মজীবনে তিনি কাজ করেছেন সংবাদ, আজাদ, পাকিস্তান অবজারভার, দি সান, বাংলাদেশ টাইমস ও বাংলাদেশ সংবাদ সংস্থায়। ১৯৮২ থেকে ’৯৫ সাল পর্যন্ত বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে বাংলাদেশ সংবাদদাতা হিসেবে কাজ করেন। 
স্বৈরাচারী এরশাদের আমলে তাকে কারাবরণ করতে হয়। তিনি পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন দু’বার। জাতীয় প্রেস ক্লাবের আজীবন সদস্য আতাউস সামাদ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে ভূষিত হন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন। তার প্রকাশিত বই- ‘এ কালের বয়ান’। তিনি এনটিভি ও আমার দেশ পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status