দেশ বিদেশ
রাজধানীতে হোটেল কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার
২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবাররাজধানীর চকবাজার থানার চান সরদার টাওয়ার থেকে আনসার আলী ব্যাপারী (৩০) নামে এক হোটেল কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে এগারোটার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুর উদ্দিন জানান, আমরা খবর পেয়ে চান সরদার টাওয়ারের বিসমিল্লাহ হোটেলে যাই। সেখানে হোটেলের পাশে মালামাল রাখার একটি গোডাউনের ভেতর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। তিনি বলেন, তিনি ওই হোটেলের বাবুর্চি ছিলেন। প্রায় দশ বছর ধরে কাজ করেন। কি কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এই বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি। নিহতের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার গোসারহাট থানার নাগেরপাড়া গ্রামের মৃত খলিল ব্যাপারীর সন্তান। বর্তমানে চকবাজার ইমামগঞ্জ এলাকায় থাকতেন।
।
মন্তব্য করুন
দেশ বিদেশ থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]