রাজনীতি
শুনেছি আমাকেও ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে: রাঙ্গা
পিয়াস সরকার
(২ মাস আগে) ২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৭:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২১ পূর্বাহ্ন

গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধা দেয়ার কারণে বাংলাদেশি রাজনীতিবিদ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিচার বিভাগের সদস্যসহ বিভিন্ন ব্যক্তির উপর ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। তবে কারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন তা নিয়ম অনুযায়ী প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকে এ নিয়ে নানা গুঞ্জন, গুজব বাতাসে ভাসছে। নানা জনের নাম আসছে আলোচনায়। সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের রাজনীতিবিদরাও নিষেধাজ্ঞার তালিকায় আছেন বলে যুক্তরাষ্ট্রের তরফে বলা হয়েছে। জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির এমপি ও দলটির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এই নিষেধাজ্ঞার মধ্যে পড়েছেন, এমন তথ্য পেয়েছেন বলে মানবজমিনকে জানিয়েছেন।
তিনি বলেন, বিষয়টি নিয়ে আমি অখুশি না। আমি শুনেছি আমাকেও ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। আমার আমেরিকার দশ বছরের ভিসা আছে। আমার এখন যাওয়ার কোনো ইচ্ছাও নেই, সুযোগও নাই। সামনে নির্বাচন।
ভিসানীতির বিষয়ে তিনি বলেন, এটা আমেরিকার নিজস্ব বিষয়। আমার দেশে যদি কাউকে আসতে না দেই, যদি মনে করি এই লোকগুলো আমাদের জন্য ক্ষতিকর তাহলে বলার কিছু নাই। আমি মনে করি এটা দেশের জন্য ভালো। আমি এটাকে ভালোই বলছি। আসন্ন জাতীয় নির্বাচনের বিষয়ে রাঙ্গা বলেন, এটাতে প্রভাব পড়ার কোন সুযোগ নেই, কারণ নেই।
পাঠকের মতামত
পাঠক দের মন্তব্য থেকেই বুঝতে পারছেন আপনি কত জন প্রিয় ? রাজনীতি করেন নিজের জন্য জনগণের জন্য নয়্ । আপনার মত লোকেরা জনগণ কে নিৎকৃষ্ট জীব ভাবেন । সাংশন খেয়ে মনে হয় গর্বে বুক ফুলে যাচ্ছে । যারা জনগণের সম্পদ লুটে খায় তারা তারা ভাগাড়ের জীব ।
Are you comedy me?
এতো চিন্তা করার দরকার নেই আমরা এম্নিতেই জানি দেশের জন্য কে বা কারা ক্ষতিকর।এর মধ্যে বাহিরে থেকে জানিয়ে দেওয়া হচ্ছে এই সব পাপি যারা মানবাধিকার লঙ্ঘনকারী যারা দেশে নির্বাচন খারাপ দিকে নিয়ে যায়। আমরা আরও দেখি চোরদের মুখগুলো
গৃহপালিত তাই কোন সমস্যা নেই।
সরকারের এই মুহুর্তে ব্যক্তিস্বার্থের চাইতে জনস্বার্থকে গুরুত্ব দেয়া উচিত। তবেই সবার মঙ্গল।
বাংলাদেশে যেমন রাজাগার এবং মুক্তিযুদ্ধাদের নিয়ে আলোচনা হয় ঠিক তেমনি দুর্নীতিবাজদের নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন। তাদেরকে চিন্হিত করে দেশে বিদেশে জানিয়ে দেয়া প্রয়োজন। তাদেরকে দেশে বিদেশে ঘৃণার সাথে মুল্যায়ন এবং বয়কট করা প্রয়োজন। আমেরিকার ভিসা নিষেধাজ্ঞা এই কাজে সহায়ক ভূমিকা পালন করবে।
বিএনপির এখন উচিৎ ভিসা নিসেধাজ্ঞার কাগজ গলায় ঝুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো। আমি যতটুকু জানি, এতে আওয়ামী লীগের জন্য শাপে বর হয়েছে। আওয়ামী লীগ এখন সংগঠিত হবে, সাথে বোনাস হিসাবে জাতীয় পারটী কে সাথে পাচ্ছে। ওদিকে বিএনপি জামায়াত মনে করছে আমেরিকা তাদেরকে ললিপুপের মত টুপ করে ক্ষমতায় বসিয়ে দিবে। যা কোনদিনই সম্ভব নয়। অবশ্য বোকা বিএনপি আর জগাই জামায়াত এর বুদ্ধিসুদ্ধি এর বেশি হওয়ারও কথা নয়।
Shameless people don’t care about Sanctions
আপনি অখুশি নাও হতে পারেন। তবে ধিকৃত হয়ে থাকবেন বাঙ্গালীদের কাছে। ঘৃণিত স্বৈরচারী আদর্শ থেকে মুক্ত হতে পারেননি। আপনাদের ভবিষ্যৎ জাতির কাছে লাঞ্ছনা আর গঞ্জনা।
ভিসার যদি দরকার নাই হবে তবে ভিসা লাগিয়ে ছিলেন কেন? সবার জন্য যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া সহজও নয়। আপনাদের প্রচুর টাকা তার উপর রাজনীতিবিদ একটা ট্যাগ লাগানো আছে। সব রাজনীতিবিদ ডান, বাম সবাই যুক্তরাষ্ট্রের সমালোচনায় সারাক্ষণ ব্যস্ত থাকে আর যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার জন্য লালায়িত থাকে। এসব শঠতামী বর্জন করা প্রয়োজন রাজনীতিবিদদের।
কী গর্ব??!!! অদ্ভূত!! তাহলে "ভিসা নিষেধাজ্ঞার আওতায় বিরোধীদলের সদস্যও থাকবে'' বলতে আমেরিকা আপনাদেরই বুঝিয়েছে।
এটা ভূলে গেলে চলবেনা গত ১৫ বছর আপনারা সরকারের বিশ্বস্ত সহযোগী ছিলেন। সরকারের অনৈতিক সবকিছুকে চোখ বুজে সমর্থন দিয়ে গেছেন। বাস্তব বিরোধীদলের বিকল্প গৃহপালিত বিরোধীদল হিসাবে সংসদের সোভা বর্ধন করেছেন।
লজ্জাহীনের আবার লজ্জা কিসের!
rangha bhai, you are a muslim , you have to die and you have to say what did you do,please come back and thinking how can build up my country and the nation,
জাতীয় পার্টি নেতা কর্মীরা হাসিনা কে এতো বেশি ভয় পায় মনে হয় হাসিনা তাদের সব কিছু
ভিসা নিষেধাজ্ঞা যে শুধুমাত্র আমেরিকায় সীমাবদ্ধ না থেকে ইউরোপ কানাডায় ও বর্ধিত হতে পারে তা সম্পর্কে কি ভোট চোরের দোসররা চিন্তা করছে?
রাজা আসলেই রাজা। লাকী পার্সন, যাবার বেলায় আপনার নেএীকে দয়া করে সাথে নিয়ে যাবেন।গুড লাক।
পরকাল বলে যে কিছু আছে আমার মনে হয় এরা তা বিশ্বাস করেনা৷ আর বিশ্বাস করলেও ভাবে ১৫ বছরের কামাই পরকালে ঘোষ দিয়া পুলসেরাত পার হয়ে যাইব৷ এরা ভাবে পরকালেও ঘোষ দেয়া যায়৷
grihopalito birodhee dal.
ভিসা নিষেধাজ্ঞা কোন খারাপ বিষয় না। কারণ এটা আদৌ কোন শাস্তি না শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া আসা বন্ধ।আর ব্যবসা বাণিজ্য থাকলে কিংবা ছেলে মেয়ে পড়াশুনা করলে তা নিয়ে সামান্য জটিলতা সৃষ্টি হলেও তা কাটিয়ে উঠা সম্ভব কারণ গত দুই টার্মে ক্ষমতায় থেকে যা অর্জিত হয়েছে ভিসা নিষেধাজ্ঞা তার সামান্যই ক্ষতি করতে পারবে। সমস্যা একটাই আপনারা যে ভোটচোর ভোটডাকাত ভোট দস্যু তার একটা আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন এবং বিশ্ববাসী তা আনন্দের সাথে স্মরণ রাখবে। প্রয়োজনে অপ্রয়োজনে মানুষ এসব নিয়ে হয়তে খোটা দিবে এর চেয়ে বেশি কিছু নয়।তাতে আপনাদের আত্ম সম্মান ইজ্জত মর্যাদা কিছুই যাবেনা কারণ ২০১৪ আর ২০১৮তে আপনারা যা করেছেন এসব কোন অপরাধ বা অন্যায়ও নয়।
রাজা কইছে ... ভাই, আনন্দের আর সীমা নাই!
আমার ধারণা, মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বিএনপির উপর প্রয়োগ হলে, মার্কিন ষ্টেট ডিপার্টমেন্টের উপরেও প্রযোজ্য হবে। কারণ, উভয়েই ভুয়া নির্বাচন বানচালের চেষ্টা করছে। মার্কিনী এই উপহারকে সাধুবাদ জানিয়ে বাংলাদেশের সাধারণ জনতা একটি বিশাল ফুলেল মিছিল নিয়ে মার্কিন দূতাবাস অভিমুখে যাত্রা করতে পারে। ভোটাধিকার ফিরে পাবার সম্ভবনার আনন্দে দেশে একটা ঈদ ঈদ ভাব দেখা যাচ্ছে। তবে, এর পরেও সরকারের বেপরোয়া মনোভাব (যেমন ২৫ সেপ্টেম্বর পুলিশ কতৃক আমিনবাজারে বিএনপির সভামঞ্চ ভেঙ্গে পুর্ব-ঘোষিত সভা পণ্ড করা) প্রমাণ করছে যে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য আরও কঠিন স্যাংশান প্রয়োজন হতে পারে। এদিকে, জনবান্ধব এই মার্কিন স্যাংশানের খড়গকে কাজে লাগিয়ে মনে হয়, বিএনপির আন্দোলন আরও বেশি জোরদার করার এখনই শ্রেষ্ঠ সময়।
মন্তব্য করুন
রাজনীতি থেকে আরও পড়ুন
রাজনীতি সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]