খেলা
শেষ ওয়ানডেতে নেই তামিম-লিটন
স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবারসফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচটি খেলতে চান না সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কুমার দাস। বৃষ্টিতে প- হয় বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে। শনিবার মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে টাইগারদের ৮৬ রানে হারায় কিউইরা। সেই ম্যাচের পর টিম ম্যানেজমেন্টের কাছে বিশ্রামের আবেদন জানান তামিম ও লিটন। বিসিবি সূত্রের খবর, এই দুই ওপেনারকে ছাড়াই তৃতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ।
চোট সারিয়ে মাঠে ফিরে ইতোমধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলে ফেলেছেন তামিম ইকবাল। দ্বিতীয় ম্যাচের পর পিঠের অস্বস্তির কথা জানান তিনি। বিশ্বকাপের আগে আরো একটি ম্যাচ খেলে চোটের ঝুঁকি বাড়াতে চান না দেশসেরা ওপেনার। এদিকে জ্বর সারিয়ে এশিয়া কাপ খেলতে যান লিটন দাস। একটানা ম্যাচ খেলার কারণে বিশ্রাম চেয়েছেন তিনি।
বিশ্বকাপের আগে শীর্ষ ব্যাটসম্যান লিটন দাসের ফর্মহীনতা চিন্তায় ফেলেছে টাইগার ক্রিকেটভক্তদের।
লিটনকে নিয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘লিটন বিশ্রাম চেয়েছে, তামিমেরটা এখনও নিশ্চিত হয়নি। তবে লিটনকে আমরা বিশ্রাম দিচ্ছি। যেহেতু ও মানসিকভাবে একটু ভেঙে আছে, আমরা ওকে বিশ্রাম দিয়েছি।’
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শেষে তামিম বলেছিলেন, ‘মাঠে নেমে ভালো লাগছে। ফিল্ডিংয়ের ৫০ ওভার আর ব্যাট হাতে ২০ ওভার, ভালোই লাগছিল। তবে এখনও অস্বস্তি রয়েছে। স্টিল লটস অব ডিসকমফোর্ট ইন মাই ব্যাক। ফিজিও এবং আমিও চেষ্টা করছি কাটিয়ে ওঠার। তবে এটা সত্যি, এখনও কিছুটা অস্বস্তি আছে।’
আগামী ৫ই অক্টোবর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। ৭ই অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]