ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ১০ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

খেলা

শক্তিশালী চীনকে রুখে দিলো বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার, হাংজু (চীন) থেকে
২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবার

হাংজু এশিয়ান গেমসের ফুটবলে শেষ ম্যাচে স্বাগতিক চীনকে রুখে দিয়েছে বাংলাদেশ। গতকাল শ্যাংচেন স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত এ-গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে গোল হজম করেননি রহমত মিয়ারা। ফলে একেবারে খালি হাতে ফিরতে হচ্ছে না তাদের। এক পয়েন্ট নিয়ে ফিরছেন তারা। শক্তিশালী স্বাগতিকদের রুখে দিলেও শেষ ষোলয় যাওয়া হয়নি বাংলাদেশের। কারণ এর আগে নিজেদের প্রথম ম্যাচে মিয়ানমারের কাছে আত্মঘাতী গোলে এবং দ্বিতীয় ম্যাচে পেনাল্টি থেকে অধিনায়ক সুনীল ছেত্রীর একমাত্র গোলে হেরেছিল লাল সবুজরা। চার দলের এ-গ্রুপ থেকে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে সেরা হয়ে শেষ ষোলতে জায়গা করে নিয়েছে স্বাগতিকরা। সমান ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছে ভারতও।

দুই ম্যাচ হারের পরই এশিয়ান গেমস থেকে বিদায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। হারলেও খেলোয়াড়দের পারফরম্যান্সে খুশি ছিলেন বাংলাদেশ অলিম্পিক দলের স্প্যানিয়ার্ড কোচ হাভিয়ের কাবরেরা। তিনি চেয়েছিলেন শেষ ম্যাচে যেন তার দল স্বাগতিক চীনের বিপক্ষেও ভালো ফুটবল খেলে। বাংলাদেশ শেষ ম্যাচে এতটা ভালো খেলবে হয়তো কাবরেরাও ভাবতে পারেননি। ফিফা র‌্যাংকিংয়ে ১০৯ ধাপ এগিয়ে থাকা চীনের বিপক্ষে কত গোল খাবে বাংলাদেশ সেই শঙ্কাই করছিলেন অনেকে। আগের ম্যাচে ভারতকে ৫-১ গোলে হারায় চীন। 

এশিয়ান গেমস ফুটবলে এর আগে দুইবার চীনের বিপক্ষে খেলে দুইবারই হেরেছিল বাংলাদেশ। ১৯৮২ সালে দিল্লি এশিয়াডে হার ছিল ১-০ গোলে। তখন গেমস ফুটবলে খেলতো জাতীয় দল। এরপর ২০০২ সালে বুসান এশিয়াড থেকে ফুটবলে খেলে অনূর্ধ্ব-২৩ দল। তিনজন সিনিয়র (২৩ বছরের ওপরে বয়স) খেলানো যায়। ওইবার বাংলাদেশ বুসানে চীনের কাছে হেরেছিল ৩-০ গোলে।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status