খেলা
শুরু হলো বিপিএলের খেলোয়াড় ড্রাফট
স্পোর্টস রিপোর্টার
(২ মাস আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ১২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আগামী আসরের খেলোয়াড় ড্রাফট শুরু হয়েছে। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হচ্ছি এটি। আগামী বছরের জানুয়ারিতে বিপিএলের ১০ম আসর মাঠে গড়ানোর কথা রয়েছে। উদ্বোধনী ম্যাচ হতে পারে ১৩ই জানুয়ারি।
আজ ড্রাফটে মোট ২০৩ জন দেশি ক্রিকেটারকে ভাগ করা হয়েছে সাতটি ক্যাটাগরিতে। যেখানে দেশি ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক মুশফিকুর রহিমের। বিপিএল আয়োজক সূত্রে জানা গেছে, এবারের প্লেয়ার্স ড্রাফটে একমাত্র ক্রিকেটার হিসেবে ‘এ’ ক্যাটাগরিতে থাকছেন মুশফিকুর রহিম। তার পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ৮০ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরিতে আছেন চারজন ক্রিকেটার। তারা হলেন- আফিফ হোসেন ধ্রুব, এবাদত হোসেন, ইমরুল কায়েস ও রনি তালুকদার। তাদের পারিশ্রমিক ৫০ লাখ টাকা।
তৃতীয় ধাপে ‘সি’ ক্যাটাগরিতে আছেন ১৮ জন ক্রিকেটার।
‘ডি’ ক্যাটাগরিতে আছেন ৩১ জন ক্রিকেটার। এই তালিকায় আছেন- অলোক কাপালি, আবু জায়েদ চৌধুরী রাহী, আবু হায়দার রনি, আরিফুল হক, আকবর আলী, আলাউদ্দিন বাবু, এনামুল হক (জুনিয়র), ফরহাদ রেজা, ফজলে মাহমুদ রাব্বি, জুনায়েদ সিদ্দিক, জহুরুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, সৈকত আলী, শফিউল ইসলাম, মাহিদুল অংকন, মার্শাল আইয়ুব, মেহেদী হাসান রানা, মুক্তার আলী, নাদিফ চৌধুরী, নাঈম ইসলাম, রেজাউর রহমান, রবিউল হক, রিপন মণ্ডল, সৌম্য সরকার, শামসুর রাহমান, সোহাগ গাজী, সানজামুল ইসলাম, শফিকুল ইসলাম, সুমন খান, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম। তাদের পারিশ্রমিক ২০ লাখ টাকা। সবচেয়ে বেশি ৭৫ জন ক্রিকেটার আছেন ‘ই’ ক্যাটাগরিতে। এই ক্যাটাগরির পারিশ্রমিক ১৫ লাখ টাকা। আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ আশরাফুল, মুনিম শাহরিয়ার, পারভেজ হোসেন ইমন, সাব্বির রহমান, রিশাদ হোসেনদের জায়গা হয়েছে ‘ই’ ক্যাটাগরিতে। ‘এফ’ ক্যাটাগরিতে আছেন ২৯ জন ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ১০ লাখ টাকা এবং সর্বনিম্ন্ন ‘জি’ ক্যাটাগরিতে আছেন ৪৫ জন ক্রিকেটার। এই ক্যাটাগরির পারিশ্রমিক ৫ লাখ টাকা।
এ ছাড়াও এবার বিপিএলের প্লেয়ার ড্রাফটে মোট ৪৪৮ জন বিদেশি ক্রিকেটারকে রাখা হয়েছে। তাদেরকে ভাগ করা হয়েছে পাঁচটি ক্যাটাগরিতে। ক্যাটাগরি ‘এ’-তে আছেন মোট ১৮ জন ক্রিকেটার। ক্যাটাগরি ‘বি’-তে আছেন ১৬ জন ক্রিকেটার। ‘সি’ ক্যাটাগরিতে আছেন ৬০ জন। ক্যাটাগরি ‘ডি’ ও ‘ই’-তে জায়গা হয়েছে যথাক্রমে ৯৭ জন ও ২৫৫ জন।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]