রাজনীতি
রোডমার্চে রাজাপুর পথসভায় সেলিমা রহমান
গণআন্দোলন গড়ে সরকারকে পদত্যাগ করানোর আহ্বান
কিরণ শেখ, রোডমার্চ বহর থেকে
(১ বছর আগে) ২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৪:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন
গণআন্দোলন গড়ে তুলে বর্তমান সরকারকে পদত্যাগ করানোর জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। শনিবার বিকালে ঝালকাঠি রাজাপুরে দ্বিতীয় পথসভায় এই আহ্বান জানান তিনি।
প্রথম পথসভা অনুষ্ঠিত হয় ঝালকাঠি বাসস্ট্যান্ড রোড পেট্রোল পাম্পের সামনে। ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। এরআগে সকালে বরিশাল বেলস পার্কে এক সমাবেশের মধ্যে দিয়ে বেলা সোয়া ১১টায় এই রোডমার্চ শুরু হয়। সরকার পতনের একদফা দাবিতে বরিশাল বিভাগে এই ‘রোডমার্চ’ কর্মসূচি আয়োজন করেছে বিএনপি। রোডমার্চটি ঝালকাঠি হয়ে পিরোজপুরে গিয়ে শেষ হবে। আজ ৬০ কিলোমিটারের বেশি দীর্ঘ পথ অতিক্রম করে এ কর্মসূচি পালন করছেন দলটির নেতাকর্মীরা।
নেতাকর্মীদের উদ্দেশে সেলিমা রহমান বলেন, সময় আছে? আজকে কোন সময় নাই।
আজকে শুধু একটা লক্ষ্যে, সেটা হচ্ছে- এই ভোট চোর সরকারকে পদত্যাগ করাতে হবে। সেজন্য দেশের সকল জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। আপনারা দেখেছেন, বিএনপির বিভাগীয় সমাবেশ হচ্ছে। আমাদের সেই সমাবেশে সমস্ত মানুষ আসছে। আমাদের বোডমার্চ হচ্ছে, সেই রোডমার্চেও দেশের জনগণ বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছে। কারণ এই সরকার দেশের মানুষের বাঁচার অধিকার কেড়ে নিয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, এই সরকার ভোট চুরি করে ক্ষমতায় আছে। এবার সারাদেশে আর আমরা চুরি করতে দিবো না। এবার আমার যে অধিকার, আমার ক্ষমতা, আমার যে প্রাপ্য, সেটা আমরা আদায় করে ছাড়বো। সেটা হলো, আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিবো।
কর্মসূচি উপলক্ষ্যে নেতাকর্মীরা বাস, ট্রাক, মাইক্রোবাস ছাড়াও কয়েক শত মোটরসাইকেল নিয়ে যোগ দিয়েছেন। মাথায় ব্যান্ড ও ক্যাপ পরে, রং-বেরংয়ের গেঞ্জি গায়ে, হাতে জাতীয় এবং দলীয় পতাকা নিয়ে হাজারো নেতাকর্মী এসময়ে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বেলা পৌনে ১২টার দিকে তুমুল বৃষ্টি শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করে বিগত নির্বাচনে দলের এমপি প্রার্থী, মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় নেতারা ছাড়াও তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনতার উপচে পড়া ভিড় আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে রোডমার্চ বরিশাল থেকে শুরু হয়।
রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।