বিবিধ
মানবপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত মজিবুল হক সবুজ
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১:০৬ পূর্বাহ্ন

অবহেলিত আর দরিদ্র অসহায় মানুষের কাছে গিয়ে তাদের দুঃখ কষ্ট দূর করে তাদের মুখে হাসি ফোটানোর জন্য বিগত প্রায় ৫ বছর ধরে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন মানবতার ফেরিওয়ালা মজিবুল হক সবুজ। "Green Production" এবং "Humanity By Sabuz" নামে তার দুইটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে সেখানে তার মানবিক কাজের ভিডিওগুলো আপলোড করে থাকেন। বর্তমানে Green production ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৬ লক্ষের কাছাকাছি আর পেজের ফলোয়ার ৫ লক্ষের বেশি, পাশাপাশি তার Humanity By Sabuz চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা ২ লক্ষ ২১ হাজার এবং পেজের ফলোয়ার ২ লক্ষ ২৮ হাজার।
মজিবুল হক সবুজ ১৯৯১ সালের ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন তার ছেলেবেলা কেটেছে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা গ্রামে। স্কুলজীবনের শুরু থেকে তিনি স্কাউটিং এর সাথে যুক্ত ছিলেন আর সেখান থেকেই মূলত আত্মনির্ভরশীল হওয়া, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা, জীবের প্রতি সদয় হওয়ার পাশাপাশি মানবিক মূল্যবোধের ব্যাপারগুলো তার ভেতরে কাজ করতে শুরু করে এবং এই ব্যাপারে তার বাবা মায়ের অনেক বেশি অবদান রয়েছে।
ছোটবেলা থেকেই মজিবুল হক সবুজ জনকল্যাণমূলক কাজের প্রতি আগ্রহী হয়ে পড়েন তিনি স্বপ্ন দেখতেন দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর। ২০১৫ সালে টেক্সটাইল থেকে বিএসসি সম্পূর্ণ করার পর টেক্সটাইল ডিপার্টমেন্টে চাকরি শুরু করেন তবে সেটা দীর্ঘদিন করেননি এরপর তিনি ২০১৮ সালের শেষে এসে পুরোপুরি অনলাইন কাজের প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং
ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ার চেষ্টা করতে থাকেন পাশাপাশি ২০১৯ সালেই ছোট ভাই সাইফ মুন্তাসিরকে সাথে নিয়ে Green production এর যাত্রা শুরু করেন এবং সেটা এখনো চলমান রেখে মানবপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন দিনের পর দিন যা সত্যিই প্রশংসার দাবি রাখে।
অসহায়, গরিব-অভাবী ও দুর্দশাগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটানোর এই মানবিক কাজের পথচলায় সফলতার সাথে কাজ করে কুড়িয়েছেন হাজারও মানুষের দোয়া আর অফুরন্ত ভালোবাসা।
রিয়েল লাইফ হিরো অনেকেই রয়েছেন তবে তাদের মধ্যে অন্যতম একজন হলেন - মজিবুল হক সবুজ।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি জানিয়েছেন, আল্লাহ সহায় থাকলে ভবিষ্যতে মানবিক কাজটাকে আরো বড় পরিধিতে নিয়ে যেতে চাই এবং বেশি বেশি মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। রাস্তায় পড়ে থাকা বৃদ্ধ বাবা মায়েদের জন্য একটি সুন্দর বাসস্থান তৈরি করার ইচ্ছা আছে সাথে ৩ বেলার খাবারের ব্যবস্থাও করতে চাই যেনো শেষ বয়সে ঐ সকল বাবা মায়েদের কষ্ট একটু হলেও দূর করতে পারি।
এতিম এবং পথশিশুদের নিয়েও কাজ করার পরিকল্পনা রয়েছে।