রকমারি
দীর্ঘতম চুলের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড
মানবজমিন ডিজিটাল
(২ মাস আগে) ২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ৫:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:১০ পূর্বাহ্ন

আগে বলা হতো কেশ নারীর বেশ। কিন্তু এখন দিনকাল বদলেছে। মেয়েরা এখন ছোট চুলে অভ্যস্ত আর ছেলেরা চুল বাড়িয়ে দিব্যি ঝুঁটি বেঁধে ঘুরে বেড়াচ্ছে। ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার ১৫ বছরের কিশোর সিদাকদীপ সিং চাহাল লম্বা চুল রাখার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন। শিখ পরিবারের ছেলে চাহাল তার ধর্মীয় বিশ্বাসের কারণে পুরো জীবনে কখনও চুল কাটেননি। যার জন্য চাহালের চুলের দৈর্ঘ্য এখন ১৪৬ সেন্টিমিটার (৪ ফুট এবং ৯.৫ ইঞ্চি)। সংবাদ সংস্থা এএনআই-এর সাথে একটি সাক্ষাৎকারে, চাহাল জানান লম্বা চুলের জন্য তিনি একাধিকবার চ্যালেঞ্জের মুখে পড়েছেন। তার বন্ধুদের সঙ্গে ঝগড়াও লেগেছে।

চাহাল বলেন -''আমি যখন আমার চুল শুকোতে দিতাম তখন আমার বন্ধুরা আমাকে উত্ত্যক্ত করত। তারা আমাকে মেয়ে বলে ডাকত।
সূত্র : ইন্ডিয়া টুডে
মন্তব্য করুন
রকমারি থেকে আরও পড়ুন
রকমারি সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]