ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিবিধ

ভারতের কাশ্মীরে পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে আলোচনা

অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ১১:৫৪ পূর্বাহ্ন

কাশ্মীরি এক সামাজিক-রাজনৈতিক কর্মী মঙ্গলবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫৪তম অধিবেশনে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতার জন্য পাকিস্তানের নিন্দা করেছেন। 
শ্রীনগরের বাসিন্দা তসলিমা আক্তার কাউন্সিলকে বলেছেন, তিনি একজন সামাজিক কর্মী হিসেবে কাজ করছেন। কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসের শিকার নির্দোষদের ওপর সংঘটিত নৃশংসতার ঘটনাগুলি নিয়ে তিনি কাজ করছেন।

তসলিমা বলেন, দুর্ভাগ্যবশত, আমার শৈশব থেকেই আমি পাকিস্তানের সন্ত্রাসের দ্বারা সহিংসতা এবং নিরপরাধ ব্যক্তিদের হত্যার সাক্ষী হয়েছি। এই সন্ত্রাসীদের হাতে নারী, শিশু, বৃদ্ধ, যুবক সবারই অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছে। এইসব বিষয়গুলো আমাকে ভুক্তভোগীদের পরিবারের ন্যায়বিচারের জন্য কাজ করতে অনুপ্রাণিত করেছে। 
কয়েক দশক ধরে জম্মু ও কাশ্মীরের বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক পাকিস্তানের সন্ত্রাসবাদের শিকার হয়ে আসছে।

এই সামাজিক-রাজনৈতিক কর্মী বলেন, আমি সন্ত্রাস ও গণহত্যার ভয়ঙ্কর গল্প দেখেছি। আশ্চর্যজনকভাবে, এই গল্পগুলির বেশিরভাগই বাইরের বিশ্বের কাছে অজানা।

তসলিমা বলছিলেন, বিশ্বকে অবশ্যই জানতে হবে কাশ্মীরের জনগণ স্বাধীনতা সংগ্রামীদের আড়ালে পাকিস্তান মদদপুষ্ট সন্ত্রাসবাদের হাতে অব্যাহতভাবে কীভাবে যন্ত্রণা ভোগ করেছে।
তিনি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের কাছে এই ধরনের অমানবিক কর্মকাণ্ডে জড়িত অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন যাতে কাশ্মীরের জনগণ সুখে ও শান্তিতে বসবাস করতে পারে।
সূত্র: এএনআই

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status