ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিবিধ

শীর্ষ কার্বণ নির্গমকারী দেশ চীন প্যারিস জলবায়ু চুক্তি থেকে ছিটকে যাচ্ছে

অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ১১:৫২ পূর্বাহ্ন

mzamin

কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্রের ওপর চীনের ক্রমাগত নির্ভরতায় দেশটি প্যারিস জলবায়ু চুক্তি থেকে ছিটকে যাচ্ছে। এদিকে প্যারিস চুক্তির লক্ষ্য ছিলো এই শতাব্দিতে বিশ্ব উষ্ণায়নকে ১.৫ ডিগ্রি সেলসিৌয়াসের নিচে সীমাবদ্ধ রাখা। এ তথ্য জানিয়েছে এনার্জি বিশ্লেষকরা।

রিস্ট্যাড এনার্জির একটি প্রতিবেদন অনুসারে, চীন বিশ্বের বৃহত্তম জ্বালানি ভোক্তা ২০২৬ সাল পর্যন্ত তার কয়লা ব্যবহার বাড়াবে এবং ২০২৭ সালের পরে তা হ্রাস করা শুরু করবে।

ক্লাইমেট অ্যানালিটিক্স এবং নিউক্লাইমেটে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, চীনের নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্রুত সংযোজন প্যারিস চুক্তির লক্ষ্য থেকে পিছিয়ে যাওয়ার জন্য দায়ী।

প্রতিবেদনে বলা হয়েছে, যখন বিশ্বব্যাপী কয়লা পাইপলাইন সঙ্কুচিত হচ্ছে, তখন চীনের কয়লা প্ল্যান্টের অনুমতি দেয়া উদ্বেগের কারণ। যদি এটি চলতে থাকে নির্গমনের একটি বড় বৃদ্ধি এড়াতে একমাত্র উপায় হবে বিদ্যুৎকেন্দ্রের ব্যবহার ব্যাপকভাবে হ্রাস করা।

কয়লা, সবচেয়ে তীব্র নির্গমন জীবাশ্ম জ্বালানী। বর্তমানে চীনের অর্ধেকেরও বেশি শক্তির চাহিদা পূরণ করে কয়লা। বিশ্বের বৃহত্তম গ্রীনহাউস-গ্যাস নির্গমনকারী এবং বিশ্বের বৃহত্তম ভোক্তা, উৎপাদক এবং কয়লার আমদানিকারক দেশ চীন। তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে চীনের কয়লা ব্যবহার ৩.৩ শতাংশ বেড়ে গত বছর প্রায় ৪.০৪ বিলিয়ন টন হয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই বছর আগে বলেছিলেন যে তার দেশ ২০৬০ সালের মধ্যে কার্বন নির্গমন হ্রাস এবং কার্বন নিরপেক্ষতা অর্জনের প্রচেষ্টার অংশ হিসেবে ২০২৬ সাল থেকে কয়লা ব্যবহার পর্যায়ক্রমে হ্রাস শুরু করবে। তবে চীন রেকর্ড গতিতে কয়লা সক্ষমতা যোগ করছে। প্রতি সপ্তাহে গড়ে দুটি প্ল্যান্ট অনুমোদন দিচ্ছে সেখানে গত মাসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে। 
রিস্ট্যাড এনার্জির সিনিয়র কয়লা বিশ্লেষক আশিস কুমার প্রধান বলেছেন, চীন সর্বোচ্চ চাহিদা মেটাতে, গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে এবং চরম আবহাওয়ার লোড পরিচালনা করতে স্বল্পমেয়াদে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়াচ্ছে যেমনটি আমরা সাম্প্রতিক প্রত্যক্ষ করেছি।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status