ঢাকা, ২৯ নভেম্বর ২০২৩, বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বিনোদন

ডিভোর্সের কারণ জানালেন পরীমনি

স্টাফ রিপোর্টার
২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবারmzamin

১৮ই সেপ্টেম্বর শরিফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। সেই লেটারটি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তবে এ নিয়ে কথা বলেননি পরীমনি। নিজের মুঠোফোনটিও বন্ধ রেখেছিলেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে জানিয়েছেন ডিভোর্সের কারণও। পরীমনি লিখেন, সরি বলা, না খেয়ে থাকা, পা ধরে- ‘মাফ করে দাও আর হবে না’, এমনকি সুইসাইডের মতো হুমকিতেও ব্ল্যাকমেইলের শিকার হতে হয়েছে আমাকে! একই রকম ভুলের ক্ষমা কতোবার করা যায়, আমি জানি না। আমি শুধু সব ভুলে সুন্দর স্বাভাবিক একটা পারিবারিক সম্পর্ক চেয়েছিলাম। কিন্তু সে কখনোই এই সম্পর্কটাকে ওউন করেনি। সবার সামনে আমার বউ, আমার বাচ্চা করে বেড়ানো ভয়ঙ্কর মানুষ একজন।

বিজ্ঞাপন
যে কিনা এই সম্পর্কটাকে শুধু নিজের স্বার্থে ইউজই করে গেল প্রতিনিয়ত! পরী আরও বলেন, আমি এমন ভয়ঙ্কর একজন মানুষকে বার বার সুযোগ দিয়েছি। সে-ও সুযোগ পেতো কারণ আইনগতভাবে তার সঙ্গে আমার বিবাহ বিচ্ছেদ হয়নি। এসবে বার বার আমি অসম্মানিত হয়েছি। আমি তাকে অফিসিয়ালি ডিভোর্স দিয়েছি। এটাও তাকে আমার এক প্রকার ক্ষমা করে দেয়া। না হয় আমার সঙ্গে যে অন্যায়গুলো করেছে, তাতে তার জেল হওয়ার কথা। এ নায়িকা আরও বলেন, আমার ছেলের যাবতীয় খরচ, মানে ভরণ-পোষণ থেকে আগামীতে পড়াশোনা যা কিছু আছে, সব আমি বহন করবো। এতদিন যেভাবে করেছি। বাচ্চার ফুল গার্ডিয়ানশিপ এখন তার মায়ের। এ বিষয়ে যা কিছু বলার আমার আইনজীবীরা বলবেন। উল্লেখ্য, মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ই অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। গেল বছরের ১০ই আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্র শাহীম মুহাম্মদ রাজ্য।

 

বিনোদন থেকে আরও পড়ুন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status