খেলা
কিউইদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
অনলাইন ডেস্ক
(২ মাস আগে) ২১ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৩৯ অপরাহ্ন

বিশ্বকাপের আগে শেষবারের মতো নিজেদের পরীক্ষা করে নেয়ার সুযোগ বাংলাদেশ দলের সামনে। সম্প্রতি এশিয়া কাপ শেষ হওয়ায় দলের অনেককেই বিশ্রাম দেয়া হচ্ছে এই সিরিজে। এই সুযোগে বিশ্বকাপ ভাবনায় থাকা অনেককে পরখ করে নেয়া হবে। তাই নিউজিল্যান্ড সিরিজকে গুরুত্ব দেয়া হচ্ছে।
মূল দলের অনেকেই থাকছেন না এই ম্যাচে। তার পরেও ব্যালেন্সড দল নিয়েই মাঠে নামতে চায় টাইগাররা। মূল কোচ চন্ডিকা হাথুরুসিংহে না থাকায় এই ম্যাচে বাংলাদেশের কোচের ভূমিকায় দেখা যাবে সহকারী কোচ নিক পোথাসকে। শের-এ বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচে ওপেনিংয়ে তামিম ইকবালের সাথে দেখা যাবে লিটন দাসকে। লম্বা সময় ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়েই মাঠে ফিরবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। তিন নম্বর পজিশনে এনামুল হক বিজয়কে দেখা যেতে পারে। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান- এই তিনজনেরই বিশ্বকাপের দলে নিজেদের জায়গা পাকা করার ক্ষেত্রে থাকছে সুযোগ।
যেমন হতে পারে প্রথম ম্যাচের একাদশ: তামিম ইকবাল, লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]